প্রথমবার এসেই মেয়েদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন শেল্‌টেক্‌

মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট প্রথমবার থেলতে এসেই চ্যাম্পিয়ন হয়েছেন শেল্‌টেক্‌ফাইল ছবি

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে দিয়েছিল শেল্‌টেক্‌ স্পোর্টিং ক্লাব। এরপর টানা ছয় ম্যাচ জিতে শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে এবারই নারী প্রিমিয়ার লিগে প্রথম খেলা দলটি। প্রথম ম্যাচে হারার পর টানা ছয় ম্যাচ জিতেছে মোহামেডানও, তারা আছে পয়েন্ট তালিকার দুইয়ে।

শেষ ম্যাচে মোহামেডান জিতলে ও শেল্‌টেক্‌ হারলে দুই দলের পয়েন্ট হবে সমান ১৪। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তখন দেখা হবে দুই দলের মুখোমুখি লড়াই। তাতে জয় পাওয়ায় চ্যাম্পিয়ন হওয়াটা আজই নিশ্চিত হয়ে গেছে শেল্‌টেকের।

রোববার ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৪ উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত হয় নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি খেলাঘর। দলটির পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ২৩ রান করেন তাজিয়া আক্তার। এর বাইরে অতিরিক্ত খাত থেকে আসে ২৭ রান। সব মিলিয়ে ৩৭.৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১১৮ রান করে খেলাঘর। শেল্‌টেকের হয়ে ৩টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস।

১০৮ বলে ৭৪ রান করেছেন মোহামেডানের শারমিন আক্তার
প্রথম আলো

পরে এই রান তাড়ায় নেমে ৬ উইকেট হারায় শেল্‌টেক্‌ও। দলটির দুই ওপেনারই অবশ্য ৪৯ রান করে ফেলেছিলেন। এরপর দ্রুতই ৬ উইকেট হারালেও ফাহিমা ১৯ বলে ১১ ও জান্নাতুল ১৮ বলে ১২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আরও পড়ুন

পয়েন্ট তালিকার দুইয়ে থাকা মোহামেডান ৭৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে মোহামেডান। দলটির হয়ে ১০৮ বলে ৭৪ রান করেন শারমিন আক্তার।

রান তাড়ায় নেমে ১৪৫ রানে অলআউট হয়ে যায় বিকেএসপি। ৬৯ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ফারজানা ইয়াসমিন। মোহামেডানের হয়ে ৩ উইকেট নেন ফারিহা তৃষ্ণা।

আরও পড়ুন