আফ্রিকা মহাদেশ ‘এঁকে’ পিটারসেনের চুমু

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ৮
লিটন দাস এখন মাঠে নেই। চোটের কারণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। মাঠ তাঁকে টানে বলেই সম্ভবত আজ নিজের ইনস্টাগ্রামে হাসিখুশি এ ছবিটি পোস্ট করে লিটন লিখেছেন, ‘ফিজের (মোস্তাফিজ) সঙ্গে।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
সুইস টেনিস তারকা স্তান ভাভরিঙ্কা ফিটনেস ঠিক রাখতে প্রতিদিনই ঘাম ঝরান। আজ এ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জিম করার সময় সেরা দৃশ্য।’ জানালা দিয়ে পেছনের নয়নাভিরাম দৃশ্যকে বোঝাতে সম্ভবত এই ক্যাপশন লিখেছেন তিনটি গ্র্যান্ডস্লামজয়ী ভাভরিঙ্কা
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
ক্রিকেট খেলার সরঞ্জাম কিংবা দৌড়ানোর জন্য নতুন জুতোর প্রতি মারনাস লাবুশেনের টানটা একটু আলাদা। মাঝে-মধ্যেই এসব সরঞ্জামের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। আজ নতুন জুতো পরার এ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘একটু দৌড়াদৌড়ির জন্য নতুন জুতোর চেয়ে ভালো কিছু আর হয় না।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
আগস্টের তৃতীয় রোববার আর্জেন্টিনায় উদ্‌যাপন করা হয় ‘চিলড্রেনস ডে’ । জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া এ উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে দুই কন্যার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার দুই রাজকুমারী ও বিশ্বের সব শিশুদের জন্য শিশু দিবসের শুভেচ্ছা।’
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৮
ভারত জাতীয় দলের এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেশটির সাবেক স্পিনার হরভজন সিং। ক্যাপশনে এই ছবির একটি তথ্য জানিয়ে একটি প্রশ্নও করেছেন ‘টার্বুনেটর’খ্যাত সাবেক এই স্পিন-তারকা, ‘না, এটা টেস্ট ম্যাচ ছিল না। ভারত শেষ কবে সাদা জার্সিতে ওয়ানডে খেলেছে?’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
ছবিটি পোস্ট করেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। পিএসজি তারকার দুই বড় ছেলে থিয়াগো ও মাতেওয়ের এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘দুই বড় ভাই।’ দুস্টের শিরোমনি হিসেবে বেশ পরিচিতি আছে দুই ভাইয়ের
ছবি: ইনস্টাগ্রাম।
৭ / ৮
রাফায়েল নাদালের কি মন খারাপ? ছবিটিতে তাঁর মুখটা বেশ বিষণ্ন। সামনে ইউএস ওপেন থাকায় প্রস্তুতি নিতে এখন ব্যস্ত সময় কাটছে স্প্যানিশ তারকার। যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুশীলনের এ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘(আর্থার) অ্যাশে প্রথম অনুশীলন...মনোযোগ।’
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
স্ত্রী জেসিকা টেলরের সঙ্গে আফ্রিকায় দারুণ সময় কাটছে কেভিন পিটারসেনের। স্ত্রীকে চুমু খাওয়ার এ ছবিটি পোস্ট করে একটু মজা করেছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান। দুজনের অন্তরঙ্গ হওয়ার এ ছবিতে মাঝের যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে তা দেখতে অনেকটাই আফ্রিকা মহাদেশের মতো। পিটারসেন তাই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘অনেকটাই আফ্রিকা মহাদেশের মতো দেখতে। আরেকটি অসাধারণ সূর্যাস্ত উপভোগ করলাম।’
ছবি: ইনস্টাগ্রাম