সাকিব ফিরেছেন শীর্ষ দশে, প্রথমবার সেরা ১০০–তে নাজমুল

এশিয়া কাপের পারফরম্যান্স শীর্ষ ১০০–তে উঠিয়েছে নাজমুল হোসেনকেএএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯, আফগানিস্তানের বিপক্ষে ১০৪—হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার আগে কী দুর্দান্ত ফর্মেই না ছিলেন নাজমুল হোসেন। শান্ত নামেই বেশি পরিচিত বাংলাদেশ ব্যাটসম্যান পুরস্কার পেয়েছেন র‍্যাঙ্কিংয়েও। চার বছর ও ২৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এবারই প্রথম শীর্ষ ১০০-তে উঠে এসেছেন নাজমুল। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৭৭তম স্থানে আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর ৭৫তম স্থানে উঠে গিয়েছিলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।

সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এ ছাড়া বলার মতো এগিয়েছেন দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে চার মাস পর আবার ব্যাটিংয়ের শীর্ষ ১০০-তে উঠেছেন মিরাজ। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বিশ্বের ৯৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলছেন মিরাজ। বোলিংয়ে এক ধাপ পেছালেও (২৯তম) অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছেন তিনি।

বোলিংয়ে শীর্ষ দশে ফিরেছেন সাকিব
প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ অধিনায়ক সাকিব বোলিংয়ে শীর্ষ দশে ফিরেছেন। দুই ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার। গত মার্চের আয়ারল্যান্ড সিরিজের পর এবারই প্রথম বোলিংয়ে শীর্ষ দশে উঠলেন সাকিব।

বোলিংয়ে এগিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসার দুই ধাপ এগিয়ে উঠেছেন ৪২-এ। ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে ঢুকেছেন আরেক পেসার শরীফুল। আফগানিস্তান ম্যাচের পর ৯৭তম স্থানে ওঠা শরীফুল এখন আছেন ৯৯-এ।

আরও পড়ুন
এগিয়েছেন মেহেদী হাসান মিরাজও

এশিয়া কাপের পারফরম্যান্স দিয়ে অন্যদের মধ্যে ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠেছেন দুই ভারতীয় ব্যাটসম্যান শুবমান গিল ও ঈশান কিষান। ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন গিল, কিষান ১২ ধাপ এগিয়ে উঠেছেন ২৪তম স্থানে। র‍্যাঙ্কিংয়ে গিলের ওপরে আছেন পাকিস্তানের বাবর আজম (১) ও দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন (২)। দ্বিতীয় স্থানে থাকা ফন ডার ডুসেনের চেয়ে ১০৫ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন পাকিস্তান অধিনায়ক। বোলিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। এশিয়া কাপ যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে সবার ওপরে আছেন শাহিন আফ্রিদি। পাকিস্তান ফাস্ট বোলার আছেন পাঁচে।

আরও পড়ুন