২৬ হাজারে দ্রুততম কোহলি

পুনেতে গতকাল বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর কোহলিছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান কার? কেউ কেউ মুচকি হেসে বলতে পারেন, এটা কোনো প্রশ্ন হলো! সে তো সবাই জানে, শচীন টেন্ডুলকার (৩৪৩৫৭ রান)।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে রানে শুধু বিরাট কোহলিই তাঁর ধারেকাছে আছেন। তিন সংস্করণ মিলিয়ে কোহলির রান ২৬০২৬। ৩৪ বছর বয়সী কোহলি টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁতে পারবেন কি না, সেটি সময় হলে জানা যাবে। তবে গতকাল বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জেতানোর পথে টেন্ডুলকারের একটি রেকর্ড ভেঙেছেন ভারতীয় এই তারকা।

আরও পড়ুন

পুনেতে গতকাল বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে ৫১০ ম্যাচে (৫৬৬ ইনিংস) মোট ২৫৯২৩ রান ছিল কোহলির। ৯৭ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশকে হারানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রানের রেকর্ডও গড়েন ভারতের তারকা ব্যাটসম্যান।

৫৬৭তম ইনিংসে রেকর্ডটি গড়ার পথে কোহলি ভেঙেছেন টেন্ডুলকারের রেকর্ড। ৬০০তম ইনিংসে ২৬ হাজার রানের দেখা পেয়েছিলেন টেন্ডুলকার। তাঁর চেয়ে ৩৩ ইনিংস কম খেলেই ২৬ হাজারের মাইলফলক টপকে গেলেন কোহলি। ৩৯তম ওভারে হাসান মাহমুদকে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে রেকর্ডটি গড়েন।

আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ২৫ হাজার রান করা ব্যাটসম্যানই আছেন মাত্র ৬ জন। টেন্ডুলকারের কথা তো বলাই হলো। ৬৬৪ ম্যাচে ৭৮২ ইনিংসে ৩৪৩৫৭ রান করেছেন তিনি। ৫৯৪ ম্যাচে ৬৬৬ ইনিংসে ২৮০১৬ রান নিয়ে দুইয়ে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ৫৬০ ম্যাচে ৬৬৮ ইনিংসে ২৭৪৮৩ রান নিয়ে তিনে।

এরপর চারে কোহলি এবং ৬৫২ ম্যাচে ৭২৫ ইনিংসে ২৫৯৫৭ রান নিয়ে পাঁচে মাহেলা জয়াবর্ধনে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস ৬৫২ ম্যাচে ৭২৫ ইনিংসে ২৫৫৩৪ রান নিয়ে ছয়ে।

আরও পড়ুন

এবার বিশ্বকাপে রানের মধ্যেই আছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে (৮৫) ও আফগানিস্তানের বিপক্ষে (৫৫*) পঞ্চাশোর্ধ্ব দুটি ইনিংসের পর পাকিস্তানের বিপক্ষে ১৬ রান করেন। এরপর গতকাল বাংলাদেশের বিপক্ষে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি।

টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড হয়তো এই বিশ্বকাপেই ছুঁয়ে ফেলবেন! আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮টি সেঞ্চুরি নিয়েও সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় দুইয়ে কোহলি। ১০০ সেঞ্চুরি নিয়ে শীর্ষে টেন্ডুলকার।