বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিতে ছুটিও নেননি দ্রাবিড়

ভারত দলের অনুশীলনে বিরাট কোহলির সঙ্গে রাহুল দ্রাবিড়এএফপি

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। টানা তিন ম্যাচ জিতে চনমনে মেজাজে আছে রাহুল দ্রাবিড়ের দল। সাকিব আল হাসানদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গত রোববারই পুনেতে পৌঁছেছে ভারত ক্রিকেট দল।

বিমানবন্দরে অভ্যর্থনা গ্রহণ করে রোহিত শর্মা–বিরাট কোহলিরা সরাসরি টিম হোটেলে যান। ভারতের সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, গতকাল ভারত ক্রিকেট দলের কোনো অনুশীলন সেশন ছিল না। আজ সন্ধ্যায় নেট অনুশীলন করবেন কোহলিরা। পাকিস্তানের বিপক্ষে রোববার নিজেদের সর্বশেষ ম্যাচে দোর্দণ্ডপ্রতাপে জেতায় গতকাল অনুশীলন থেকে ছুটি পায় রোহিতের দল। দুর্দান্ত খেলেই এ ছুটি অর্জন করে নিয়েছে তারা। পাকিস্তানকে ১৯১ রানে অলআউট করে ভারত জিতেছে ৭ উইকেটে। সে যা–ই হোক, দলের খেলোয়াড়েরা ছুটির আমেজে থাকলেও প্রধান কোচ রাহুল দ্রাবিড় অন্য ধাতে গড়া মানুষ। শিষ্যরা ছুটি কাটালেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সম্ভবত বেশ গুরুত্ব দিয়েই দেখছেন রাহুল দ্রাবিড়। তাই নিজে আর ছুটি নেননি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান
এএফপি

ছুটি না কাটিয়ে দ্রাবিড় সোজা চলে যান মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে যেমন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট খুব ভালোভাবে পরখ করে দেখেছিলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও একই কাজ করেছেন ভারতের এই কোচ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট বেশ সময় নিয়ে দেখেছেন। কিউরেটর ও মাঠকর্মীদের সঙ্গে কথা বলেন পিচের আচরণ নিয়ে। দ্রাবিড়ের উইকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ার বিষয়টিকে আরেকটু গভীরভাবেও ব্যাখ্যা করা যায়। বিশ্বকাপে পুনেতে এটাই প্রথম ম্যাচ। এ মাঠের উইকেট কেমন আচরণ করবে, সেটি এখনো অজানা। দ্রাবিড় তাই খেলোয়াড়দের ছুটির দিনে উইকেট দেখে যতটা সম্ভব ধারণা নিয়ে এসেছেন।

আরও পড়ুন

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওয়ানডেতে এ পর্যন্ত ১৪ ইনিংসে ৮ বার ব্যাটিং করা দল ৩০০ রানের দেখা পেয়েছে। ২০২১ সালে এ মাঠে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ভারত। দুই দলই ৩০০ রান টপকে গিয়েছিল। ভারতের ৩২৯ রান তাড়া করতে নেমে ৭ রানে হেরেছিল ইংল্যান্ড।