হাফিজদের পরামর্শ আকরামের—৩ মিনিট পরপর সংবাদ সম্মেলন কোরো না

কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরামছবি: আইসিসি

বিশ্বকাপ-ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেট এখন অনেকটাই এলোমেলো। আগের কোচিং স্টাফ সরিয়ে বাবর আজম-শান মাসুদদের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজ, উমর গুল, সাঈদ আজমলদের হাতে। নির্বাচক প্যানেলও নতুন। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো বাবরের জায়গায় টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে শান মাসুদকে।

এই অদলবদলের মধ্যেই অস্ট্রেলিয়া সফরে গেছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে তারা খেলবে ৩ টেস্টের সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে এখনো কোনো টেস্ট সিরিজ জিততে না পারা পাকিস্তান এবার ভাগ্য বদলাতে চায়। সেটা করার জন্য অনুজদের কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

গতকাল টুইটারে (বর্তমানে এক্স) এক ভিডিও বার্তায় বাবর-মাসুদদের যেমন পরামর্শ দিয়েছেন, তেমনি দলের নতুন কোচিং স্টাফ আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্দেশেও কিছু কথা বলেছেন আকরাম। কিংবদন্তি ফাস্ট বোলার বাবরদের বলেছেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে।

আরও পড়ুন
ক্যানবেরায় অনুশীলনে পাকিস্তান দল
ছবি: টুইটার

ভিডিও বার্তার শুরুতেই দলকে শুভকামনা জানিয়ে কিংবদন্তি ফাস্ট বোলার বলেন, ‘পাকিস্তান দল অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। তাদের জন্য শুভকামনা রইল। বিশেষ করে নতুন ছেলেদের জন্য। নতুন ছেলে বলতে আমি দলের পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ হাফিজ, প্রধান নির্বাচক ওয়াহাব (রিয়াজ), কামরান আকমলসহ অন্যদের বুঝিয়েছি। এদের সময় দিন।’

দলের বিভিন্ন পদে বারবার পরিবর্তন না করার আহ্বান জানিয়ে আকরাম বলেন, ‘তারা এই সময়ের ক্রিকেটার। এটা তাদেরই সময়। তাদের এক বছর সময় দাও। আরেকটা পরামর্শ আছে—প্রতি ৩ মিনিটে একটি করে সংবাদ সম্মেলন কোরো না। সিদ্ধান্তে অটল থাকো।’

আরও পড়ুন
অনুশীলনে পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান সরফরাজ আহমেদ
ছবি: টুইটার

থিঙ্কট্যাংকের বারবার সিদ্ধান্ত পরিবর্তন যে দলের জন্য মোটেই ভালো নয়, সেটিও উল্লেখ করেন আকরাম, ‘তুমি যদি সিদ্ধান্ত নাও, তাহলে সেটাতে অটল থাকো। তুমি যদি মানসিক দিক থেকে অস্বস্তিতে থাকো, দলের অবস্থাও সে রকমই হবে। দয়া করে তাই সিদ্ধান্তে অটল থাকো। সাহসী হও।’

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টটি পাকিস্তান খেলতে নামবে ১৪ ডিসেম্বর, পার্থে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ড। শুরু হবে আগামী ৩ জানুয়ারি। এর আগে আগামীকাল ক্যানবেরায় সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে নামবে পাকিস্তান।

আরও পড়ুন