ভারত না ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ কে

রোহিত শর্মা ও জস বাটলারছবি: টুইটার

অ্যাডিলেড ওভালে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচটি কোন দল জিতবে?

ইংল্যান্ড দলে চোটের সমস্যা আছে। পেসার মার্ক উড ও ব্যাটসম্যান ডেভিড ম্যালান পুরো ফিট নন। সেমিফাইনালের আগে এ দুজনের বিকল্প খোঁজা লাগতে পারে ইংল্যান্ড। ভারতীয় দলে চোটের সমস্যা নেই।

লড়াইটা বেন স্টোকস আর কোহলিরও
ছবি: এএফপি

তবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দীনেশ কার্তিক না ঋষভ পন্তকে খেলানো হবে—এই প্রশ্নের উত্তর খুঁজছে ভারত। পন্ত বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় লেগ স্পিনার আদিল রশিদের বিপক্ষে আলাদা সুবিধা পাবেন, এমন ভাবা হচ্ছে। ‘ফিনিশার’ কার্তিক অবশ্য প্রথম বল থেকেই মারতে পারেন।

অ্যাডিলেডের সীমানা অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের তুলনায় তুলনামূলক ছোট। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার, ডেভিড ম্যালান কিংবা ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্য কুমার যাদবের জন্য তা বড় সুবিধা হতে পারে। তবে আজকের ম্যাচে যে লড়াইটা অদৃশ্য থেকেও সবচেয়ে বেশি প্রভাব রাখবে, তা হলো স্নায়ুর লড়াই। বিশ্বকাপের সেমিফাইনাল বলে কথা!

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ এই দুই (ভারত ১, ইংল্যান্ড ২) দল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ২২ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১২ ম্যাচ, ১০ ম্যাচ জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপে তিনবারের মুখোমুখিতে দুবার জিতেছে ভারত, একবার জিতেছে ইংল্যান্ড।

প্রিয় পাঠক, আজ কোন দল জিতবে? ভোটে আপনার মত দিন।