লিটন ও রিশাদও দল পেলেন পিএসএলে
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা না পাওয়ার পর থেকেই ভালো সময় কাটছে লিটন দাসের। কাল বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে পেয়েছেন সেঞ্চুরি। আজ পিএসএলের ড্রাফটে পেলেন দলও। সিলভার ক্যাটাগরিতে তাঁকে দলে টেনেছে পিএসএলে একবারের চ্যাম্পিয়ন করাচি কিংস।
দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনও। তাঁকে নিয়েছে পিএসএলে দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। লিটন ও রিশাদ দল পাওয়ার আগে ড্রাফটে বাংলাদেশের আরেক ক্রিকেটার নাহিদ রানাকে দলে টানে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একবারের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি।
সিলভার ক্যাটাগরির রাউন্ড টুতে লিটনকে দলে টেনেছে করাচি। একই ক্যাটাগরিতে তৃতীয় রাউন্ডে রিশাদকে দলে নেয় লাহোর। বাংলাদেশ থেকে ৩০ জনের বেশি ক্রিকেটার নাম দিয়েছেন পিএসএল ড্রাফটে। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান প্রথম ডাকে অবিক্রীত থেকে যান। পরে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে দল পাওয়ার সুযোগ আছে তাঁদের।
ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয় হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়কে।
বিপিএলে গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেন লিটন। ৬ ম্যাচে এ পর্যন্ত ২৪০ রান করেছেন লিটন। ফরচুন বরিশালের হয়ে ৩ ম্যাচে এ পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন রিশাদ।
লাহোরে রিশাদ এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, শ্রীলঙ্কার কুশল পেরেরা, পাকিস্তানের আসিফ আলী ও আসিফ আফ্রিদিকে। এ ছাড়া শাহিন আফ্রিদি ও ফখর জামানের মতো তারকাকে ধরে রেখেছে লাহোর।
করাচি কিংসে লিটন এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে, ব্যাটসম্যান ফিন অ্যালেন ও কাইল জেমিসনকে। নিউজিল্যান্ডের টিম সাইফার্ট ও পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদকে ধরে রেখেছে করাচি।