পাকিস্তানের বিপক্ষে ১১ জনকে নামাতে পারবে তো নিউজিল্যান্ড

এই মুহূর্তে নিউজিল্যান্ড দলের মাত্র ১০ জন ফিটছবি : আইসিসি

শঙ্কাটা তাহলে সত্যি হওয়ার পথে! বিশ্বকাপে প্রথম চার ম্যাচ জিতে প্রায় দুই সপ্তাহ পয়েন্ট তালিকার শীর্ষে ছিল নিউজিল্যান্ড। অনেকেই তখন নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দেখছিলেন। সেই দলটাই কিনা এখন প্রথম পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে।

প্রথম চার ম্যাচ জেতা কিউইরা যে এরপর টানা তিন ম্যাচ হেরেছে। এর মধ্যে পুনেতে গত রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৯০ রানে হারটা তাদের বিশাল ক্ষতি করেছে। নেট রানরেটে অস্ট্রেলিয়ার চেয়েও অনেক পিছিয়ে পড়ে দলটি নেমে গেছে পয়েন্ট তালিকার চারে। সেমিতে খেলতে হলে প্রথর্ম পর্বের শেষ দুটি ম্যাচ জিততে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে দলের মূল খেলোয়াড়েরা না থাকলে সেটা কতটা সম্ভব? নিউজিল্যান্ড দলটা যে এখন ছোটখাটো হাসপাতাল!

দক্ষিণ আফ্রিকার কাছে কাল বিশাল ব্যবধানে হেরে পয়েন্ট তালিকার চারে নেমে গেছে নিউজিল্যান্ড
ছবি : এএফপি

গতকাল বড় দুঃসংবাদ হয়ে এসেছে আরও দুই খেলোয়াড়ের চোট। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন, মিডল অর্ডার ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান ও ফাস্ট বোলার লকি ফার্গুসন আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন। কাল খেলার সময় নতুন করে চোটে পড়েছেন অলরাউন্ডার জিমি নিশাম ও পেসার ম্যাট হেনরি।

হ্যামস্টিংয়ে চোট পাওয়া হেনরি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং কোটাই পূরণ করতে পারেননি। ৫.৩ ওভার বল করার পর মাঠ ছেড়েছেন। নিশাম আঘাত পান তাঁর ডান কবজিতে; যে কারণে ব্যাটিংয়ে নেমেছেন নয় নম্বরে।

এর অর্থ হলো নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা ১৫ জনের মধ্যে ১০ জন ফিট। চোটে পড়াদের মধ্যে কেউ দ্রুত সেরে না উঠলে আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাবে নিউজিল্যান্ড। ভাগ্যিস অভিজ্ঞ পেসার সাউদি চোট কাটিয়ে গতকালের ম্যাচ দিয়ে দলে ফিরেছেন; নয়তো আরও বাজে পরিস্থিতিতে পড়তে হতো কিউইদের।

পুনেতে কাল বোলিংয়ের সময় কবজিতে আঘাত পান জিমি নিশাম
ছবি : আইসিসি

গত এপ্রিলে আইপিএল খেলতে গিয়ে হাঁটুর এসিএল চোটে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেও তিনি খেলেননি। গত ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছিলেন। তবে ওই ম্যাচে রান নিতে গিয়ে নাজমুল হোসেনের থ্রো সরাসরি লাগে উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে। স্ক্যানে ওই আঙুলে চিড় ধরা পড়ে। এ কারণে আবারও ছিটকে পড়েন। মিডল অর্ডার ব্যাটসম্যান চ্যাপম্যান পায়ের পেশিতে আঘাত পেয়েছেন; যে কারণে সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি।

উইলিয়ামসন এরই মধ্যে ব্যাটিং অনুশীলনে নেমেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে খেলবেন কি না, সেটা তাঁর চোট পরিস্থিতি পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

আরও পড়ুন

ফাস্ট বোলার ফার্গুসন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের ৫ রানে হারের ম্যাচে ডান পায়ের হাড়ে চোট পান। স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে, তাঁর চোট খুব একটা গুরুতর নয়। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আশা, বেঙ্গালুরুতে শনিবার পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন ফার্গুসন। নিশামের এক্স-রে রিপোর্টও ভালো। কবজিতে কোনো চিড় ধরা পড়েনি।

হ্যামস্ট্রিং চোটের কারণে হেনরি কাল বোলিং কোটা পূরণ করতে পারেননি
ছবি : আইসিসি

তবে হেনরিকে শঙ্কা থেকেই যাচ্ছে। ৩১ বছর বয়সী এই পেসারের ডান হ্যামস্ট্রিংয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এমআরআই স্ক্যান করানো হবে। আপাতত তাঁকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, হেনরির বিকল্প হিসেবে কাইল জেমিসনকে ডেকে পাঠিয়েছে নিউজিল্যান্ড। আগামীকাল বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা দীর্ঘদেহী এই পেসারের। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। সর্বশেষ গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে কিউইদের হয়ে খেলেছেন জেমিসন।