আবারও চোটের কারণে বিশ্বকাপ শেষ নর্কিয়ার

এবারও বিশ্বকাপে খেলা হচ্ছে না আনরিখ নর্কিয়ারছবি: টুইটার

এবারও বিশ্বকাপে খেলা হচ্ছে না আনরিখ নর্কিয়ার। পিঠে চোটের কারণে ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই ফাস্ট বোলার। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপও চোটের কারণে খেলতে পারেননি নর্কিয়া।

চোটে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না আরেক পেসার সিসান্দ মাগালারও। বিশ্বকাপের জন্য কিছুদিন আগে ঘোষিত প্রাথমিক দলে ছিলেন দুজন। এই দুই পেসারের বদলি হিসেবে ডাকা হয়েছে লিজাড উইলিয়ামস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকে।

ফিকোয়াও দক্ষিণ আফ্রিকার হয়ে ৭৬ ওয়ানডে খেলেছেন। যদিও ২০১৬ সালে অভিষেকের পর কখনোই একাদশে নিয়মিত হতে পারেননি। উইলিয়ামস ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেটি খেলেছিলেন ২০২১ সালে।

বিশ্বকাপের আগে ছন্দে ছিল দক্ষিণ আফ্রিকা
ছবি: এএফপি

চলতি মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পিঠের চোটে ৫ ওভার বল করেই মাঠ ছাড়েন নর্কিয়া। এরপর সেই সিরিজেও আর দেখা যায়নি তাঁকে। এবার ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেও। আগে থেকেই কিছুটা চোট ছিল তাঁর। খেলেননি ওয়ানডে সিরিজের আগে হওয়া টি-টোয়েন্টি সিরিজেও। অন্যদিকে মাগালা অস্ট্রেলিয়া সিরিজে খেলেছিলেন একটি ম্যাচ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪ ওভার বল করে দিয়েছিলেন ৪৬ রান। মূলত হাঁটুর চোটের কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ফিকোয়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছিলেন দ্বিতীয় ও পঞ্চম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডেতে ভালো করতে না পারলেও পঞ্চম ওয়ানডেতে ১৯ বলে ৩৮ রান করার পাশাপাশি ৪৪ রানে ১ উইকেট নিয়েছিলেন।

এই দুই পেসারের বাদ পড়া নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘আনরিখ ও সিসান্দার বাদ পড়া তাদের জন্য হতাশার। আমরা তাদের মনের অবস্থা টের পাচ্ছি, আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফেরার জন্য তাদের সব ধরনের সহযোগিতা করব। এটা বৈশ্বিক আসরে আন্দিলে ও লিজাডের জন্যও পারফর্ম করার বড় সুযোগ। দুজনই আমাদের শীতকালীন প্রকল্পে ছিল, সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার সিরিজেও দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করেছে।’

নর্কিয়ার না থাকা দক্ষিণ আফ্রিকা জন্য একটা বড় ধাক্কাই। কারণ, একে তো দলের সবচেয়ে দ্রুতগতির বোলার, এর পাশাপাশি ভারতে খেলার অভিজ্ঞতাও আছে নর্কিয়ার। আইপিএল দিল্লি ক্যাপিটালসের অন্যতম ভরসার নামও নর্কিয়া। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচটি খেলবে আগামী ৭ অক্টোবর। সেদিন দিল্লিতে তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।