রশিদ খানের রেকর্ড এখন লামিচানের

ওয়ানডেতে ৪২ ম্যাচে ১০০ উইকেট পেয়ে রেকর্ড গড়েছেন সন্দীপ লামিচানেএএফপি ফাইল ছবি

কীর্তিপুর, নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি পৌরসভা। সেই কীর্তিপুরেই বিশাল কীর্তি গড়েছেন নেপালির ক্রিকেটের পোস্টার বয় সন্দীপ লামিচানে। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন নেপালি লেগ স্পিনার। গতকাল ওমানের বিপক্ষে ৭ বলের মধ্যে ৩ উইকেট নেওয়ার পথে প্রথম উইকেটটি নিয়েই রেকর্ড বইয়ে আফগান লেগ স্পিনার রশিদ খানকে দুইয়ে নামিয়ে দিয়েছেন লামিচানে।

৪২ ম্যাচে উইকেটের সেঞ্চুরি ছুঁয়েছেন ২২ বছর বয়সী লামিচানে। পাঁচ বছর আগে রশিদ মাইলফলকটি ছুঁয়েছিলেন ৪৪ ম্যাচে। আফগান লেগ স্পিনার ভেঙেছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কের রেকর্ড। ৫২ ম্যাচে ওয়ানডে উইকেটসংখ্যাকে তিন অঙ্কে নিয়ে গিয়েছিলেন স্টার্ক।

আরও পড়ুন
রশিদ খানের রেকর্ড ভেঙেছেন লামিচানে
ফাইল ছবি

৪২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দুবার উইকেট পাননি লামিচানে। দুবারই প্রতিপক্ষের নাম ছিল ওমান, ভেন্যুর নাম কীর্তিপুর। এবার সেই কীর্তিপুরে ওমানের বিপক্ষেই ৩ উইকেট নিয়ে রেকর্ডে নাম লেখালেন ২২ ম্যাচে প্রথম ৫০ উইকেট নেওয়া লামিচানে।

ইনিংসের ১৩তম ওভারের তৃতীয় বলে ওমানের ওয়ানডাউন ব্যাটসম্যান আদিল শফিককে এলবিডব্লু করে ১০০ ছোঁয়া লামিচানে ৩ বল পর পেয়ে যান ১০১তম উইকেট। পরের ওভারের প্রথম বলেও উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন কিছুদিন আগেই ধর্ষণের অভিযোগে জেল থেকে ঘুরে আসা লামিচানে।

লামিচানের কীর্তির দিনে জিতেছে নেপালও। ইনিংসের প্রথম ২৭ বলে রান করতে ব্যর্থ নেপালিরা শেষ পর্যন্ত করে ৮ উইকেটে ৩১০। এসিসি প্রিমিয়ার কাপের ম্যাচে রান তাড়ায় ওমান অলআউট ২২৬ রানে।

ওয়ানডেতে ১০০ উইকেটে দ্রুততম

আরও পড়ুন