আইপিএলের ম্যাচ যখন কারও চোখে ক্লাসিকো, কারও চোখে লিভারপুল-ইউনাইটেড
আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল দুই দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। ১৫ ট্রফির মধ্যে ৯টিই জিতে নিয়েছে এই দুই দল। সাফল্যে অন্যদের তুলনায় বেশ এগিয়ে থাকায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে থাকে বাড়তি রোমাঞ্চ। আর সেই রোমাঞ্চকে এবার ফুটবলের জনপ্রিয় দুই দ্বৈরথের সঙ্গে তুলনা টেনেছেন ক্রিকেটাররা।
আজ আইপিএলের ১৬তম আসরে প্রথমবার মুখোমুখি হচ্ছে চেন্নাই–মুম্বাই।
এই ম্যাচ ঘিরে কেমন যেন উত্তেজনা বোধ করছেন, সেটি জানাতে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল–ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে উদাহরণ টেনেছেন চেন্নাইয়ের অলরাউন্ডার মঈন আলী, ‘এটা এমন ম্যাচ, যেটা খেলার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। সবচেয়ে সফল এবং বিশাল ভক্ত–সমর্থকের ফ্র্যাঞ্চাইজি এই দুই দল। একজন ক্রিকেটারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অন্যতম বড় ম্যাচ এটি। যদি ফুটবলের দৃষ্টিকোণ থেকে বলি, এটা ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল ম্যাচের মতো। ওটাও বিশাল ম্যাচ।’
ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ ফুটবলের সঙ্গে ভালোমতোই পরিচিত মঈন আলী। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইরন পোলার্ডও চেন্নাই–মুম্বাই ম্যাচের সঙ্গে টেনেছেন ফুটবলের প্রসঙ্গ।
পোলার্ড এখন মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ। একসময় এই দলটির হয়ে খেলেছেন বলে মাঠের উত্তেজনাও ভালো জানা। পোলার্ডের মতে মুম্বাই–চেন্নাই ম্যাচের উত্তেজনা স্প্যানিশ লিগের রিয়াল মাদ্রিদ–বার্সেলোনা লড়াইয়ের মতো, ‘এটা অবশ্যই বড় ম্যাচ। আমরা এটাকে আইপিএলের এল ক্লাসিকো বলতে পারি।’
ওয়াংখেড়ে স্টেডিয়ামের আজকের মুম্বাই–চেন্নাই ম্যাচে থাকছে বেশ কয়েকজন বৈশ্বিক তারকার উপস্থিতি। মুম্বাইয়ে আছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষান, জফরা আরচার ও ক্যামেরন গ্রিনরা। আর চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, মইন আলী, মিচেল স্যান্টনাররা।
অতীত মুখোমুখি লড়াইয়ে অবশ্য মুম্বাইয়ে এগিয়ে। পাঁচবারের চ্যাম্পিয়নরা ৩৬ ম্যাচের মধ্যে জিতেছে ২১টিতে, চেন্নাই ১৫টিতে। তবে নতুন মৌসুমে লড়াই তো শুরু নতুন করে। দর্শকরাও প্রস্তুত আইপিএলের এল ক্লাসিকো বা লিভারপুল–ইউনাইটেড লড়াই দেখার জন্য। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।