আবারও চোটে পন্ত, হাতের পর পায়ে

ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়েছে ইংল্যান্ড–ভারত ‘অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি’র চতুর্থ টেস্ট। প্রথম দিন শেষে ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ২৬৪ রান।

পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ঋষভ পন্তকে।এএফপি

লর্ডসের পর ওল্ড ট্রাফোর্ড—আবারও চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্ত। আজ ইংল্যান্ডের বিপক্ষে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’র চতুর্থ টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে ভারতের এই ব্যাটসম্যানকে। এই টেস্টে তাঁর খেলা হবে কি না, আপাতত অনিশ্চিত।

এর আগে লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় উইকেটকিপিং করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন পন্ত। এরপর সেই টেস্টে আর কিপিং করতে পারেননি তিনি।

টানা দ্বিতীয় টেস্টে পন্তের চোট পাওয়ার দিনে ভারত তাদের প্রথম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ২৬৪ রান। রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর দুজনই ১৯ রান নিয়ে অপরাজিত আছেন।

পন্তের চোট পাওয়ার ঘটনাটি ঘটে দিনের শেষ সেশনে, ভারতের ইনিংসের ৬৮তম ওভারে। ক্রিস ওকসের চতুর্থ বলটিতে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন পন্ত। বল লাগে তাঁর পায়ে। ইংল্যান্ড এলবিডব্লুর আবেদন করে আম্পায়ারের সাড়া না পেলে রিভিউ নেয়।

এই শট খেলতে গিয়ে আহত হন ঋষভ পন্ত।
রয়টার্স

ওই সময় দেখা পন্ত পড়ে গেছেন। তাঁর পা থেকে রক্ত বের হতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসাতেও তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। বাধ্য হয়ে গাড়িতে চড়ে মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে। এ সময় পন্তের রান ছিল ৪৮ বলে ৩৭।

পরে জানা যায়, স্টেডিয়াম এলাকায় থাকা মেডিকেল সেন্টারে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটির ফল পাওয়া যায়নি।

আরও পড়ুন

পন্ত রিটায়ার্ড হার্ট হলে তাঁর জায়গায় নামেন রবীন্দ্র জাদেজা, যিনি দিনের বাকি অংশ শার্দুল ঠাকুরের সঙ্গে টিকে থেকে অপরাজিত হিসেবে দিনশেষে মাঠ ছাড়েন।

এর আগে ভারতের রান দুই শ পার করতে ভূমিকা রাখেন যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল ও সাই সুদর্শন।

ওল্ড ট্রাফোর্ডে কোনো দল টস জিতে ফিল্ডিং নেওয়ার ম্যাচ জিততে পারেনি—এমন অতীত থাকার পরও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস টসে জিতে ভারতকেই ব্যাটিংয়ে পাঠান। কারণ হিসেবে বলেছিলেন মেঘাচ্ছন্ন আকাশের নিচে দিনের প্রথম ভাগে বোলিংয়ের সুবিধা নেওয়া। তবে প্রথম দুই ঘণ্টায় ইংল্যান্ড কোনো উইকেটই নিতে পারেনি। পুরোটাই নির্বিঘ্নে কাটিয়ে দেন রাহুল ও জয়সোয়াল। তোলেন ৭৮ রান।

দুই উইকেট নিয়েছেন বেন স্টোকস।
এএফপি

তবে দিনের দ্বিতীয় সেশনে এ দুই ওপেনারসহ শুবমান গিলের উইকেট তুলে নেয় ইংল্যান্ড। প্রথমে লোকেশ রাহুলকে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান ওকস, এরপর লিয়াম ডসনের বলে স্লিপে ক্যাচ দেন জয়সোয়াল।

ভারত অধিনায়ক শুবমান গিল ফিরেছেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকসের বলে। দিনের শেষ সেশনে স্টোকসের দ্বিতীয় শিকার হন করুন নায়ারের জায়গায় একাদশে জায়গা পাওয়া সাই সুদর্শন, যিনি আউট হওয়ার আগে করেছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

ভারত প্রথম ইনিংস: ৮৩ ওভারে ২৬৪/৪ (সুদর্শন ৬১, জয়সোয়াল ৫৮, রাহুল ৪৬, ৩৭*; স্টোকস ২/৪৭, ওকস ১/৪৩)।