মাত্র ছয় ম্যাচ খেলে কীভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল গোছাবে ভারত, দক্ষিণ আফ্রিকা

ট্রফি উন্মোচনে সূর্যকুমার যাদব ও এইডেন মার্করামছবি: এক্স/বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী বছরের জুনে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সাফল্য-ব্যর্থতার হিসাব ভুলে বিশ্বকাপের জন্য বিশ্বকাপের জন্য দল গোছানো শুরু করেছে অনেকে। বিশ্বকাপের পর ভারত এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছে। দক্ষিণ আফ্রিকা আজ প্রথমবার খেলবে।

বিশ্বকাপের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়ার জন্য এই দুই দলের সামনেই খুব বেশি ম্যাচ নেই। মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই বিশ্বকাপে যেতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে। কীভাবে মাত্র ৬ ম্যাচ খেলে বিশ্বকাপের সেরা দল খুঁজে পাবে ভারত-দক্ষিণ আফ্রিকা? সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই সিরিজে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

আরও পড়ুন

সূর্যকুমার ও মার্করামের দুজনেই মনে করেন, সেরা দল খুঁজে পেতে মাত্র ৬টি ম্যাচ যথেষ্ট নয়। তবে এরপরও এই দুই অধিনায়কের ভরসা নিজেদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অর্থাৎ সেরা দলের জন্য সূর্য চেয়ে থাকবেন আইপিএলের দিকে আর মার্করাম এসএ টি-টোয়েন্টিতে।

ভারত ক্রিকেট দল
ছবি: এক্স/বিসিসিআই

সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেছেন, ‘আমার মনে হয় বিশ্বকাপের আগে সীমিত টি-টোয়েন্টি ম্যাচ আছে। তবে আমরা আইপিএলে ১৪টি লিগ ম্যাচ খেলব। যেসব ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছে, তারা অনেক ম্যাচ খেলেছে, তাদের অনেক অভিজ্ঞতা আছে। তাই আমাদের মনে হয় না, স্কোয়াড ঠিক করতে কোনো সমস্যা হবে। সবাই সবার ভূমিকা ও দায়িত্ব জানে, কীভাবে ভিন্ন পরিস্থিতিতে খেলতে হয়।’

মার্করামের ভাষ্য, ‘এটা অদ্ভুত। বিশ্বকাপের আগে আমাদের ছয়টি ম্যাচ বাকি আছে, এটা আদর্শ নয়। কিন্তু আমরা ভাগ্যবান এসএ টি-টোয়েন্টি ও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের কারণে আমাদের সামনে অনেক ম্যাচ থাকবে। আশা করছি বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনের সময় সবাই ফিট ও প্রস্তুত থাকবে।’

আরও পড়ুন