মেহেদী কেন নেতৃত্বে, মিরাজ কেন বাদ

একসঙ্গে মিরাজ (বাঁয়ে) ও মেহেদীছবি: ফেসবুক

লিটন দাস অধিনায়ক হবেন, তা শোনা যাচ্ছিল আগে থেকেই। আনুষ্ঠানিক ঘোষণার পর তাই এ নিয়ে খুব একটা আলোচনা হলো না সংবাদ সম্মেলনে।

আজ দল ঘোষণার সংবাদ সম্মেলনে মেহেদী হাসানের সহ–অধিনায়ক হওয়াটাই চলে এসেছে আলোচনার কেন্দ্রে। ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব না দেওয়া এই অলরাউন্ডারকে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আরব আমিরাত ও পাকিস্তান সফরের দলে জায়গা হয়নি মিরাজের
ছবি: ইনস্টাগ্রাম

কেন তাঁকে বেছে নেওয়া হলো? প্রশ্নটা ছিল অবধারিত। শুরুতে তাঁকে সহ–অধিনায়ক করার ব্যাখ্যা দিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন জানান, এই সিরিজের জন্যই সহ–অধিনায়ক করা হয়েছে মেহেদীকে। এরপর আরও দুই–তিনজনকে দেখবেন তাঁরা, সেখান থেকে বেছে নেওয়া হবে একজনকে।

আরও পড়ুন

নেতৃত্বে মেহেদীর চলে আসার কারণ ব্যাখ্যা করে নাজমূল বলেন, ‘যে দলটা এখন আছে, অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারের সংখ্যা খুব কম। আমরা জানি, শেখ মেহেদী কিন্তু টি-টোয়েন্টিতে অনেকটা অটোমেটিক চয়েজ। ওর যে অভিজ্ঞতা আছে, টেকটিক্যাল জ্ঞান আছে, সেটা আমরা প্রায়ই দেখতে পাই। তা নিয়ে নির্বাচক, কোচসহ সবার সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মনে হয়েছে, এই মুহূর্তে যদি তাকে এই সুযোগটা দিই, তাহলে দেখতে পারব, কীভাবে সে এটি প্রয়োগ করে।’

মিরাজকে বাদ দেওয়া ও মেহেদীকে নেতৃত্বে আনার কারণ জানিয়েছেন নাজমূল আবেদীন (বাঁয়ে)
ছবি: শামসুল হক

মেহেদী নেতৃত্বে চলে এলেও মেহেদী হাসান মিরাজ স্কোয়াডেই সুযোগ পাননি। চার ওভার বোলিং করার ক্ষেত্রে তাঁর চেয়ে মেহেদীকেই এগিয়ে রেখেছেন নির্বাচকেরা। তবে টেস্ট ও ওয়ানডেতে দলের জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’ মিরাজকে খুব বেশি দিন টি–টোয়েন্টি দলের বাইরে রাখা হবে না বলেও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন

নেতৃত্বের বিবেচনায়ও মিরাজ পিছিয়ে পড়েছেন মূলত স্কোয়াডে জায়গা নিশ্চিত না হওয়ায়। এ ছাড়া লিটন দাসের সঙ্গে আর তেমন কারও নামও আলোচনায় আসেনি অধিনায়ক হিসেবে। তাসকিনের চোটপ্রবণতা আর বিশ্রাম নিয়ে খেলার প্রয়োজন পিছিয়ে দিয়েছে তাঁকে। অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতাটাও ‘বড় ফ্যাক্টর’ হয়েছে লিটনের জন্য। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ওপেনিংয়ে নামা লিটন এখন থেকে খেলবেন তিন নম্বরে।

ব্যাট হাতে নিজেকে গুছিয়ে নিতে পারলে লিটন অধিনায়ক হিসেবেও ভালো করবেন বলে বিশ্বাস নাজমূলের, ‘ওর অধিনায়কত্ব নিয়ে সবারই ইতিবাচক চিন্তাভাবনা আছে। যারা টেকনিক্যালি খুব সাউন্ড, তারাও তার অধিনায়কত্বের গুণের কথা বলে।’

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫৪ টি–টোয়েন্টি খেলেছেন মেহেদী হাসান
ছবি: ইনস্টাগ্রাম

টি–টোয়েন্টির নেতৃত্বের ভার লিটনের কাঁধে উঠলেও বাকি দুই সংস্করণের ঘোষণা এখনো আসেনি। চ্যাম্পিয়নস ট্রফির পর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন। ওয়ানডের সঙ্গে টেস্টের নেতৃত্বেও তাঁরই থাকার কথা। তবে এই দুই সংস্করণে অধিনায়কের নামের আনুষ্ঠানিক ঘোষণাটা ‘খুব শিগগিরই’ দেবেন বলে জানিয়েছেন নাজমূল।