দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখলেন দুই ‘বুড়ো’

দক্ষিণ আফ্রিকার দুই ‘বুড়ো’ ডেন প্যাটারসন ও করবিন বশএএফপি

ডেন প্যাটারসন‍+করবিন বশ= ৩৫ বছর ২৫৮ দিন‍+৩০ বছর ৯৯ দিন= ৬৫ বছর ৩৫৭ দিন।

বলতে পারেন ৬৬ বছর বয়সের এক জুটি! সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে এই দুই ‘বুড়োর’ কাঁধে (পড়ুন বল ও ব্যাটে) ভর করেই পাকিস্তানকে দুই দিনের মধ্যেই অনেক পেছনে ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

রানের জন্য ছুটছেন পাকিস্তানের শান মাসুদ
এএফপি

তা এই দুই ‘বুড়ো’ কী করেছেন? কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের মতো দুই ফাস্ট বোলারকে ছাপিয়ে গত পরশু টেস্টের প্রথম দিনে পাকিস্তানকে ২১১ রানে অলআউট করতে এঁরাই বল হাতে রেখেছেন মূল ভূমিকা। ক্যারিয়ারের সপ্তম টেস্ট খেলতে নামা প্যাটারসন ৬১ রানে নিয়েছেন ৫ উইকেট, অভিষিক্ত বশ ৪ উইকেট নিয়েছেন ৬৩ রানে।

বলের পর ব্যাট হাতেও প্রোটিয়াদের রক্ষা করেছে এই জুটি। ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১৭৮ রান থেকে তাদের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২১৩। সেখান থেকে দলকে টেনে তোলেন মূলত বশ। তাঁকে সঙ্গ দিয়েছেন রাবাদা ও প্যাটারসন। নবম উইকেটে রাবাদার (১৩ রান) সঙ্গে ৪১ ও দশম উইকেটে প্যাটারসনের (১২ রান) সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন বশ। দল যখন ৩০১ রানে অলআউট হয়, বশ অপরাজিত ৮১ রানে। যেটা অভিষেক টেস্টে ৯ নম্বরে নামা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।

আলোক স্বল্পতার কারণে দিনের খেলা একটু আগেভাগে হয়েছে। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৮৪ রান তুলেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ছিল ৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২১১ ও ২১.৩ ওভারে ৮৮/৩ (আইয়ুব ২৮, মাসুদ ২৮, বাবর ১৬*, শাকিল ৮*; রাবাদা ১/৩১, ইয়ানসেন ২/১৭)।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০১ (মার্করাম ৮৯, বশ ৮১*; শেহজাদ ৩/৭৫, আব্বাস ১/৭৯, নাসিম ৩/৯২, জামাল ২/৩৬, আইয়ুব ১/৩)। —দ্বিতীয় দিন শেষে