পাকিস্তান দলের বড়দিনের উপহার পেয়ে আপ্লুত কামিন্সরা

পাকিস্তান দলের পক্ষে থেকে বড়দিনের উপহার তুলে দেওয়া হয় অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকেএএফপি

আরও অনেক দেশের মতো অস্ট্রেলিয়ায়ও সময়টা উৎসবের। তবে সাধারণত পবিত্র বড়দিনের পরদিনই (বক্সিং ডে) অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ থাকে বলে ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকতে হয় জাতীয় দলের ক্রিকেটারদের। অবশ্য এদিন পরিবার পাশে থাকে তাঁদের, অনুশীলনও হয় বেশ হালকা মেজাজে।

প্যাট কামিন্সরা এমসিজির ইনডোরে আজ তেমন অনুশীলনই করছিলেন। এর মধ্যে তাঁদের কিছুটা চমকেই দিয়েছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়া দল ও তাদের পরিবারের জন্য বড়দিনের উপহার নিয়ে হাজির তারা। অধিনায়ক শান মাসুদ ও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা পাকিস্তানের পক্ষ থেকে বড়দিনের উপহার তুলে দেন কামিন্সের হাতে। এরপর নিজে বাচ্চাদের মধ্যে ললিপপ বিতরণ করেন।

ডেভিড ওয়ার্নারের সঙ্গে বাবর আজম ও উমর গুল
এএফপি

পুরো সময়ের একটি ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে কামিন্স, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা ও তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা দেখা যায় পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ, বাবর আজম, পেস বোলিং কোচ উমর গুল, প্রধান কোচ মোহাম্মদ হাফিজদের।

আরও পড়ুন

পাকিস্তান দলের উপহার পাওয়ার পর কামিন্স বলেন, ‘স্রেফ দারুণ একটা ব্যাপার। বড়দিনের উপহার, বাচ্চাদের  জন্য ললিপপ। দারুণ ব্যাপার। পাকিস্তান দলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। দুবছর আগের সফরটিও সত্যিই বিশেষ কিছু ছিল। তারা সত্যিই খুবই সদয় ও চিন্তাশীল ছিল আমাদের কথা ভাবার ব্যাপারে।’

পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে চোটজর্জর পাকিস্তান। দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে তারা। প্রথম টেস্টে খেলা উইকেটকিপার সরফরাজ আহমেদ ও ফাহিম আশরাফ বাদ পড়েছেন, একাদশে ফিরছেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে আগের টেস্টের একাদশ অপরিবর্তিত রেখেছে অস্ট্রেলিয়া।

টেস্টের প্রথম দিন অবশ্য মেলবোর্নের আবহাওয়ায় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস আছে।

আরও পড়ুন