বিশ্বকাপ শেষই হয়ে গেল বুমরার

যশপ্রীত বুমরাবিসিসিআই

পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরা খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী তবু আশা জিইয়ে রেখে বলেছিলেন, ‘বুমরা এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েনি।’ কিন্তু তাঁর আশা টিকল না। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন যশপ্রীত বুমরা।

বিসিসিআইয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যশপ্রীত বুমরার ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে বিসিসিআইয়ের চিকিৎসক দল। বিশেষজ্ঞদের সঙ্গে পরিপূর্ণ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিঠের চোটের কারণে এর আগে বুমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন। দ্রুত তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।’

অনুশীলনে ব্যথা অনুভব করায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি বুমরা। ম্যাচের আগে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছিল, চিকিৎসক দলের পর্যবেক্ষণের পর ওই ম্যাচ থেকে ছিটকে যান বুমরা। পরে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটাই খেলতে পারবেন না, অনিশ্চয়তা আছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে তখন বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছিলেন, ‘বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না, এটি নিশ্চিত। তার পিঠে বেশ কঠিন সমস্যা। “স্ট্রেস ফ্র্যাকচার” হয়েছে, ছয় মাস মাঠের বাইরে থাকতে পারে সে।’

পিঠের চোটের কারণেই সর্বশেষ এশিয়া কাপে খেলতে পারেননি বুমরা। ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফর থেকে। তবে চোট থেকে সেরে উঠতে পারেননি বলে বুমরাকে ছাড়াই এশিয়া কাপে যায় ভারত। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন এ ফাস্ট বোলার। সিরিজের শেষ দুটি ম্যাচে খেলে নেন ১ উইকেট। সর্বশেষ ম্যাচে তো ৪ ওভারে দেন ৫০ রান। ভারতের বিশ্বকাপ দলেও রাখা হয়েছিল তাঁকে।

বুমরা ছিটকে পড়ায় রিজার্ভ দলে থাকা দুই পেসার মোহাম্মদ শামি ও দীপক চাহারের মধ্য থেকে কাউকে বেছে নিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। অবশ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি শামি। খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও। ১৫ অক্টোবর পর্যন্ত আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন ছাড়াই বদলানো যাবে বিশ্বকাপের দল।

গত ৩০ সেপ্টেম্বর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী কলকাতার ডিজিটাল চ্যানেল ‘এক্সট্রা টাইম’কে বলেছিলেন, ‘বুমরা এখনো বিশ্বকাপ থেকে ছিটকে পড়েনি।’ এ বিষয়ে ‘আগামী দু-তিন দিনের মধ্যে’ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছিলেন সৌরভ। শেষ পর্যন্ত কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, তবে তাতে ভারত সমর্থকদের খুশি হওয়ার কোনো কারণ পাওয়া গেল না।