প্রথম ওয়ানডে জিতে সিরিজে কি এগিয়ে যেতে পারবে বাংলাদেশ

হারারেতে বাংলাদেশ দলের অনুশীলনে লিটন দাস ও মোস্তাফিজুর রহমানছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হারারেতে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ কি সিরিজে এগিয়ে যেতে পারবে?

টি-টোয়েন্টি সিরিজে প্রথম ও তৃতীয় ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচটি জেতে বাংলাদেশ। এবারের সংস্করণটি ওয়ানডে বলেই আশায় বুক বেঁধেছেন বাংলাদেশের সমর্থকেরা। এই সংস্করণে বেশ ভালো খেলে বাংলাদেশ এবং ২০১৩ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ওয়ানডে জিতেছে দল।

সিরিজটি যেহেতু ওয়ানডে সুপার লিগের অংশ নয়, দলীয় ও ব্যক্তিগত রেকর্ড সমৃদ্ধ করা আর ব্যাটিং অর্ডারের দু-একটি জায়গা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়া বাংলাদেশের এই সিরিজে অর্জনের তেমন কিছু নেই। তবে জয় তো জয়ই, আর সিরিজ জয়ের আনন্দও অন্যরকম। বাংলাদেশ সে লক্ষ্যে আজ প্রথম ওয়ানডে জিতে কি এগিয়ে যেতে পারবে?

ভোটে আপনার মতামত দিন।