সাকিবদের চাওয়া ‘একটু বেশি বোনাস’, বোর্ড সভাপতি বললেন, ‘দেখব’

বিসিবি সভাপতি নাজমুল হাসান ও অন্যান্য অতিথিদের কাছ থেকে সিরিজ জয়ের ট্রফি বুঝে নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানছবি: শামসুল হক

প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে সিরিজ জিতলেই বিসিবির পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার রীতি আছে। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পরও ক্রিকেটারদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

আরও পড়ুন

আজ খেলা শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দিই। এটা ওদের জানা। সব দলের সঙ্গেই তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল, শুধু এই দলের সঙ্গে এর আগে কোনো ফরম্যাটে সিরিজ জিতিনি আমরা। কাজেই সে জন্য ওরা এটা (পুরস্কার) পাবে, সেটা ওরা জানে।’

ইংল্যান্ডকে টি–টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর উদ্‌যাপন বাংলাদেশ দলের
ছবি: প্রথম আলো

ইংল্যান্ড বলেই ক্রিকেটাররা বোর্ডের কাছে বাড়তি আর্থিক পুরস্কার দাবি করেছেন। এই বাড়তি পুরস্কারের দাবি যে যৌক্তিক, তা মনে করেন নাজমুল হাসানও, ‘এটা একটু স্পেশাল। বিশ্ব চ্যাম্পিয়ন এবং হোয়াইটওয়াশ, কাজেই ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি, অবশ্যই আমরা দেখব। সব সময় ওরা যেটা পেয়ে থাকে, সেটিই পাবে।’

আরও পড়ুন
আরও পড়ুন

বোর্ডপ্রধান আরও যোগ করেন, ‘এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্স অনুযায়ী কেউ কম পায়, বেশি পায়। আমরা এবার বলেছি, তোমরা এটা তোমাদের মধ্যে ভাগাভাগি করো। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি, এই সিরিজে যারা ভালো করেছে।’