১৬ রানে ৬ উইকেট হারিয়েও দুর্দান্ত জয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে পড়লেও দারুণ বোলিংয়ে ম্যাচটা জিতেছে বাংলাদেশছবি: টুইটার

মেয়েদের এসিসি ইমার্জিং কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। হংকংয়ের মং ককে গতকাল বৃষ্টির কারণে ম্যাচটি হতে পারেনি, সেটি গড়িয়েছিল আজ রিজার্ভ ডেতে।

তবে আজও টি–টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে ৯ ওভারে। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ৫৯ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে ৪ উইকেটে ৫৩ রান তুলেই থেমেছে পাকিস্তানের ইনিংস। ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে লতা মণ্ডলের দল।

আরও পড়ুন

এ টুর্নামেন্টে খেলছে মূলত ‘এ’ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই তারা হারিয়েছে ৩ উইকেট। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে সাথী রানি, সোবহানা মোস্তারি ও অধিনায়ক লতাকে তুলে নেন পাকিস্তানের পেসার ফাতিমা সানা। পরের ওভারে মুর্শিদা খাতুন ও তৃতীয় ওভারে স্বর্ণা আক্তারও ফিরলে বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। ২.৩ ওভারে স্কোরবোর্ডে রান তখন মাত্র ১৩, নেই ৫ উইকেট! একপর্যায়ে তো ১৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল।

তবে রাবেয়া খান ও নাহিদা আক্তার মিলে পাল্টা লড়াইয়ে বাংলাদেশের ইনিংসটা মোটামুটি লড়াকু করে তোলেন। ১ ছক্কা ও ৩ চারে ১৬ বলে ২১ রান করেন নাহিদা। ২০ বলে ১০ রানে অপরাজিত ছিলেন রাবেয়া। ফাতিমা নেন ১০ রানে ৩ উইকেট। ৬ রানে ২ উইকেট আনোশা নাসিরের।

আরও পড়ুন

ওভারপ্রতি গড়ে প্রায় ৭–এর কাছাকাছি রান তাড়া করাটা একদম সহজ কিছু নয়। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। চতুর্থ ওভারের শেষ বলে আউট হওয়ার আগে সওয়াল জুলফিকারের সঙ্গে ওপেনিং জুটিতে ২৬ রান তোলেন আইমান ফাতিমা। ১ ছক্কা ও ২ চারে ১৫ বলে ১৮ রান করা ফাতিমাই পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন। তাঁকে ফেরান লেগ স্পিনার রাবেয়া। ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনার নাহিদার বলে ফেরেন ১৫ বলে ১১ রান করা সওয়াল।

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ
বি: টুইটার

জয়ের জন্য শেষ ৩ ওভারে ২৭ রান দরকার ছিল পাকিস্তানের। সপ্তম ওভারে ৭ রান দিয়ে সাদাফ শামাসকে আউট করে পাকিস্তানকে চাপে ফেলেন রাবেয়া। পরের ওভারে মারুফা আক্তারও ৭ রান দিয়ে আরেকটি উইকেট তুলে নেন। জয়ের জন্য শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেননি ফাতিমা ও সাঈদা আরব। বাঁহাতি স্পিনার সানজিদা শেষ ওভারে মাত্র ৬ রান দেন।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন নাহিদা।

আরও পড়ুন