আম্পায়ারকে ‘ভয় দেখিয়ে’ বিগ ব্যাশে ৪ ম্যাচ নিষিদ্ধ কারেন

৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টম কারেনসিডনি সিক্সার্স এক্স

ম্যাচের আগে ওয়ার্মআপের সময় আম্পায়ারকে ‘ভয় দেখানোর’ অপরাধে বিগ ব্যাশ লিগে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন টম কারেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের ‘লেভেল থ্রি’ ধরনের অপরাধ করেছেন সিডনি সিক্সার্সের ইংলিশ পেসার। কারেনের শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করবে সিক্সার্স।

১১ ডিসেম্বর লঞ্চেস্টনে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ম্যাচ শুরুর আগের ঘটনা এটি। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের রায়ে বলেছে, ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপে রানআপের অনুশীলন করছিলেন কারেন। তবে এ সময় ম্যাচের পিচের একটি অংশের ওপর এসে পড়েন তিনি এবং পিচ দেখভালের দায়িত্বে থাকা চতুর্থ আম্পায়ার সরে যেতে বলেন তাঁকে। তবে এরপর কারেন উইকেটের অন্য প্রান্তে গিয়ে আরেকটি রানআপের চেষ্টা করেন।

আরও পড়ুন

সিএ তাদের বিবৃতিতে বলেছে, আম্পায়ার এরপর স্টাম্পের পাশে অবস্থান নেন, কারেনকে পিচের দিকে আসতে বাধা দেন এবং পিচ থেকে কারেনকে সরে যেতে বলেন। ফুটেজে দেখা গেছে, কারেন এরপর আম্পায়ারকে পিচ থেকে সরে যাওয়ার ইঙ্গিত করেন।

ভাই স্যাম কারেনের সঙ্গে টম কারেন
এএফপি

এরপর তারা ঘটনার বিবরণ দিয়ে লিখেছে, কারেন এরপর আরেকটি অনুশীলন রানআপ নিতে উদ্যত হন এবং দ্রুতগতিতে বোলিং ক্রিজে তাঁর দিকে মুখ করে থাকা আম্পায়ারের দিকে এগোতে থাকেন। আম্পায়ার এরপর সংঘর্ষের ঝুঁকি এড়াতে নিজের ডানে সরে যান।

এরপর কোড অব কন্ডাক্টের ২.১৭ ধারা ভাঙার অভিযোগ আনা হয় কারেনের বিপক্ষে। যে ধারায় ‘আম্পায়ার, ম্যাচ রেফারি, মেডিকেল ব্যক্তিত্বকে কোনো ভাষা বা আচরণের মাধ্যমে ভীতি দেখানো বা ভীতি দেখানোর প্রচেষ্টা’র কথা বলা আছে।

আরও পড়ুন

অবশ্য এ অভীযোগ স্বীকার না করে শুনানিতে অংশ নেন কারেন। তবে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসেবে তাঁকে চারটি ‘সাসপেনশন পয়েন্ট’ দেওয়া হয়েছে। এর ফলে সিডনির পরবর্তী তিন ম্যাচ—২৬ ডিসেম্বর মেলবোর্ন স্টার্স, ৩০ ডিসেম্বর সিডনি থান্ডার ও ১ জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। হোবার্টের বিপক্ষে ওই ম্যাচে ১৯ রানে ৩ উইকেট নেন তিনি।

সিক্সার্সের প্রধান র‍্যাচেল হেইনস নিশ্চিত করেছেন, কারেনের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন তাঁরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টম এবং ক্লাব এখনো এ অবস্থানে আছে যে টম জেনেবুঝে বা ইচ্ছাকৃতভাবে কোনো ম্যাচ অফিশিয়ালকে ভয় দেখায়নি এবং আইনি পরামর্শের ভিত্তিতে আমরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের আপিল করার অধিকার প্রয়োগ করব। এ সময়ে আমরা টমকে সমর্থন দিয়ে যাব এবং তাকে মাঠে ফিরতে দেখতে মুখিয়ে থাকব।’

সিক্সার্স বলেছে, কারেন তাঁর শুনানিতে বলেছেন, নিজের রানআপ অনুশীলন ম্যাচের আগে নিয়মিত রুটিনের অংশ। এ ক্ষেত্রে তিনি স্টাম্পের দিকে দৌড়েছেন, যেখানে ম্যাচ অফিশিয়াল দাঁড়িয়ে ছিলেন।

এমনিতেও এ মৌসুমে নয়টি ম্যাচের জন্য কারেনকে পাওয়ার কথা ছিল সিক্সার্সের। এরপর সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-টোয়েন্টিতে খেলতে যাওয়ার কথা আছে ইংল্যান্ডের হয়ে ৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কারেনের।

২ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে সিক্সার্স।