রোহিত শর্মাকে পাকিস্তানে যেতে দেবে না ভারত
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিতর্ক যেন শেষ হওয়ার নয়!
পাকিস্তানে ভারতীয় দল না পাঠানোর সিদ্ধান্ত দিয়ে শুরু। এরপর হাইব্রিড মডেলে সেটার সমাধান। তারপর জার্সি এবং কিটসে আয়োজক দেশের নাম রাখা না রাখা নিয়ে নতুন বিতর্ক। এর মধ্যেই আবার নতুন আরেক বিতর্ক।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের আগে পাকিস্তানে অধিনায়কদের নিয়ে দুটি ইভেন্ট হওয়ার কথা। অধিনায়কদের সাংবাদিক সম্মেলন ও ট্রফি নিয়ে ফটোসেশন। এরপর উদ্বোধনী অনুষ্ঠানেও সব অধিনায়ককে চায় পিসিবি। এতদিন শোনা যাচ্ছিল, দল পাকিস্তান না গেলেও সেই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে ভারত অধিনায়ক রোহিত শর্মা যাবেন প্রতিবেশী দেশে। তবে টাইমস অব ইন্ডিয়া আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রোহিতকে পাকিস্তানে পাঠানো হবে না। উল্টো আইসিসিকে দুটি অনুষ্ঠানই দুবাইয়ে করার আবেদন জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআইয়ের সেই সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘আইসিসি তো এরই মধ্যে বিসিসিআইয়ের অনুরোধ রেখে টিম ইন্ডিয়ার ম্যাচগুলো পাকিস্তানের বদলে দুবাইয়ে সরিয়ে নিয়েছে, আর এগুলো তো ছোটখাটো সমস্যা।’
তার মানে, বিসিসিআই বেশ আত্মবিশ্বাসী যে এই অনুরোধও শেষ পর্যন্ত রাখতে বাধ্য হবে আইসিসি।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম থাকা না থাকা নিয়ে এখনো কোনো সমাধান আসেনি। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সাধারণত সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ‘ইন্ডিয়া ২০২১’ লেখা জার্সি পরেই খেলেছে। এবার ভারত নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেললেও টুর্নামেন্টের আয়োজক তো আসলে পাকিস্তানই।
ভারতের এই আপত্তি নিয়ে এর আগেই বার্তা সংস্থা আইএনএসকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। খেলাটির জন্য এটি ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না ও পাকিস্তানের পাশে থাকবে।’
শেষ পর্যন্ত আইসিসি কী করে, সেটাই এখন দেখার অপেক্ষা।