পাঞ্জাবের খেলোয়াড়েরা কী পরিমাণ খান, জানালেন প্রীতি জিনতা

পাঞ্জাবের খেলোয়াড়দের পরোটা বানিয়েও খাইয়েছেন প্রীতি জিনতাফাইল ছবি

আইপিএলে ৮ ম্যাচে ৪ জয়ে পাঞ্জাব কিংসের পয়েন্ট ৮। ১০ দলের মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ। নিজেদের সর্বশেষ ম্যাচে কাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে হেরেছে ৫৬ রানে

এই হারের পর একটি বিষয় অনেকেরই হয়তো মনে পড়েছে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইপিএলে পাঞ্জাব হেরেই চলেছিল। দলকে প্রেরণা দিতে পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা বলেছিলেন, পরের ম্যাচটি জিতলে তিনি নিজের হাতে রান্না করে খেলোয়াড়দের খাওয়াবেন।

প্রীতি জিনতা এমনটা বলার পরের ম্যাচটিই জিতেছিল পাঞ্জাব। নিজের কথা রাখতে দলের জন্য আলু–পরোটা বানিয়েছিলেন প্রীতি। সেই সময়ই নাকি তিনি বুঝতে পেরেছিলেন, তাঁর দলের খেলোয়াড়েরা কী পরিমাণ খাবার খান!

আরও পড়ুন

আবার দলকে প্রেরণা জোগাতে নিজ হাতে খাবার বানিয়ে খাওয়াবেন কি না, এমন এক প্রশ্নের উত্তরে ‘না’–ই বলে দিয়েছেন প্রীতি। কারণ, এত খাবার তৈরি করতে খুব কষ্ট হবে তাঁর। যেমন কষ্ট হয়েছিল ২০০৯ সালে।

প্রীতি সেই স্মৃতি মনে করে বলেছেন, ‘ছেলেরা কী পরিমাণ খায়, সেবারই প্রথম বুঝতে পেরেছিলাম। আমরা দক্ষিণ আফ্রিকায় ছিলাম। তারা সেখানে ভালো আলু–পরোটা দিতে পারছিল না। আমি বলেছিলাম, তাদের আলু–পরোটা বানানো শিখিয়ে দেব।’

আরও পড়ুন
পাঞ্জাবের বেশির ভাগ ম্যাচই মাঠে বসে দেখেন প্রীতি জিনতা
ছবি : টুইটার

এটা বলার পর খেলোয়াড়েরা প্রীতির কাছে জানতে চেয়েছিলেন, তিনি আলু–পরোটা বানাতে পারেন কি না। এরপরই তিনি পাঞ্জাবের খেলোয়াড়দের বলেছিলেন, পরের ম্যাচটি জিতলে আলু–পরোটা বানিয়ে খাওয়াবেন।

পরের ম্যাচটি পাঞ্জাব জেতার পর কী হয়েছিল, সেটা শোনা যাক প্রীতির কণ্ঠেই, ‘আমি ১২০টি আলু–পরোটা বানিয়েছিলাম। এরপর তো আমি আলু–পরোটা বানানোই ছেড়ে দিয়েছিলাম।’ এটা শুনে হরভজন সিং ইরফান পাঠানকে একটা খোঁচা দিয়েছেন এই বলে, ‘ইরফান একাই হয়েতা ২০টি পরোটা খেয়ে থাকবে।’

আরও পড়ুন