আইসিসির সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ ম্যাকগাহির

কানাডার ক্রিকেটার ড্যানিয়েলে ম্যাকগাহিছবি: এক্স থেকে

গত ৪ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক নারী টি–টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কানাডার ড্যানিয়েল ম্যাকগাহির। তবে আইসিসির নতুন সিদ্ধান্তে ৬ ম্যাচ খেলেই ২৯ বছর বয়সী এই উইকেটকিপারের আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গেছে আকস্মিকভাবে।

অস্ট্রেলিয়ায় পুরুষ হিসেবে জন্ম নেওয়া ম্যাকগাহি একজন রূপান্তরিত নারী, খেলছিলেন মেয়েদের ক্রিকেট। মঙ্গলবার আহমেদাবাদে আইসিসি বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পুরুষ বয়ঃসন্ধিকালে উপনীত হওয়ার পর কোনো প্রক্রিয়ায় লিঙ্গ পরিবর্তন করে থাকলে নারী ক্রিকেটে অংশ নিতে পারবেন না। মেয়েদের খেলার ‘মর্যাদা, নিরাপত্তা, ন্যায্যতা, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তি’র কথা বিবেচনা করে এই নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির সিদ্ধান্তের খবর জানার পর প্রথম রূপান্তরিত ক্রিকেটার ম্যাকগাহি ইনস্টাগ্রাম পোস্টে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ‘খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাকে বলতেই হচ্ছে, আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ। যত দ্রুত শুরু হয়েছিল, তত দ্রুতই থেমে গেল।’

২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় পাড়ি দেওয়ার আগপর্যন্ত মেলবোর্নের একটি ক্লাবে পুরুষ দলের হয়ে খেলতেন ম্যাকগাহি। কানাডায় যাওয়ার পর খেলতেন সাচকাচুয়ান প্রদেশের ক্যাভালিয়ার্স সিসির হয়ে। এরপর একই বছরের নভেম্বরে সামাজিকভাবে নারীতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেন তিনি। তাঁর মেডিকেল-রূপান্তর শুরু হয় ২০২১ সালের মে মাসে। আড়াই মাস আগে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকান অঞ্চলের বাছাই দিয়ে শুরু হয় ম্যাকগাহির আন্তর্জাতিক ক্যারিয়ার।

আরও পড়ুন

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ম্যাকগাহি লেখেন, ‘আইসিসির সিদ্ধান্তের বিষয়ে আমার অভিমত যেটাই হোক না কেন, এখন সেটা অপ্রাসঙ্গিক। লাখো রূপান্তরিত নারীর প্রতি বার্তা দেওয়া হয়েছে যে “তোমরা এখানকার নও”, এটাই বড় ব্যাপার। আমি প্রতিজ্ঞা করছি, আমাদের খেলাটিতে সমতা নিশ্চিত করতে আমি লড়াই চালিয়ে যাব। আমরা সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলার অধিকার রাখি। আমরা খেলাটির নিরাপত্তা ও বিশুদ্ধতার জন্য হুমকি নই।’

২৯ বছর বয়সী ম্যাকগাহি উইকেটকিপার–ব্যাটার হিসেবে খেলে থাকেন
ছবি: এক্স থেকে

সেপ্টেম্বরে কানাডার হয়ে খেলা ৬টি টি–টোয়েন্টিতে ১৯.৬৬ গড় ও ৯৫.৯৩ স্ট্রাইক রেটে ১১৮ রান করেছিলেন ম্যাকগাহি। যা একই সময়ে খেলা তাঁর দলের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

বর্তমানে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবলে রূপান্তরিত নারীদের খেলার সুযোগ আছে। তবে অ্যাথলেটিকস, সাঁতার, সাইক্লিং ও রাগবিতে মেয়েদের ইভেন্টে রূপান্তরিত নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ।

আরও পড়ুন