বিসিবির পরিচালক হলেন আমিনুল
জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে কাল রাতে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয়। এরপর আজ বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনএসসি জানিয়েছে, আমিনুলকে বিসিবির পরিচালক পদে মনোনীত করা হয়েছে।
এনএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক মো: আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হলো।’
এর আগে আমিনুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বোর্ডের একাধিক পরিচালক। আজ বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাঁকে সভাপতি নির্বাচিত করা হতে পারে।
কাল রাতে বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোয়ন বাতিল করার আগেই (এনএসসি) আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির কাউন্সিলরের চিঠি দেয় এনএসসি। কাল রাতে এক অনলাইন সভায় তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেছে ক্রিকেট বোর্ডের পরিচালকেরা।
কয়েক দিন ধরেই আলোচনা ছিল সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের সভাপতি হওয়া নিয়ে। তবে বিসিবির কাউন্সিলর ছিলেন না তিনি। বিসিবিতে ক্রীড়া পরিষদের কাউন্সিলর পাঁচজন, তাঁর মধ্যে দুজন পরিচালক হন। হাবিবুর রহমান নামে আগের এক কাউন্সিলরকে সরিয়ে আমিনুলকে কাউন্সিলর করেছে এনএসসি।
কয়েক দিন আগে দেশে আসা সাবেক ক্রিকেটার আমিনুল প্রথম আলোকে কাল জানিয়েছেন, বিসিবির যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত আছেন তিনি। তবে দায়িত্বটা লম্বা সময়ে জন্য নিতে রাজি নন আমিনুল।
অনলাইনে অনুষ্ঠিত পরিচালকদের বৈঠকে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে এনএসসির চিঠিতে স্বাক্ষর না করা আকরাম খানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ৯ পরিচালকের এই ‘রিকুইজিশন মিটিংয়ে’ এনএসসি কর্তৃক ফারুকের মনোনয়ন বাতিলের চিঠি গ্রহণ করা হয়।
কয়েক দিন আগে দেশে আসা সাবেক ক্রিকেটার আমিনুল প্রথম আলোকে কাল জানিয়েছেন, বিসিবির যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত আছেন তিনি। তবে দায়িত্বটা লম্বা সময়ে জন্য নিতে রাজি নন আমিনুল।
গত পরশু অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় তাঁর সঙ্গে বৈঠকে বসেন ফারুক আহমেদ। যেখানে ফারুককে বিসিবির দায়িত্ব থেকে সরে যেতে বলা হয়। তবে ফারুক জানিয়ে দেন, এই দায়িত্ব থেকে পদত্যাগ করবেন না।
এরপর সন্ধ্যায় ৮ পরিচালক এনএসসিতে চিঠি দিয়ে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানান। রাতেই ফারুককে দেওয়া পরিচালক মনোনয়ন বাতিলের কথা জানায় এনএসসি। আজ তাই নতুন কাউকে সভাপতি হিসেবে খুঁজে নিতে হবে বিসিবিকে।