স্থগিত হলো পাকিস্তানের নেদারল্যান্ডস সফর

অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দলছবি: এএফপি

আগামী বছরের মে মাসে নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। সেখানে তাদের খেলার কথা ছিল ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু ঠাসা সূচির কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে সফরটি স্থগিত করা হয়েছে বলে খবর দিয়েছে ক্রিকেট–বিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

পাকিস্তানের নেদারল্যান্ডস সফরটি ছিল আগামী বছর তাদের ইউরোপ সফরের একটি অংশ। নেদারল্যান্ডসে না গেলেও তারা আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সফরগুলো আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিরই অংশ।

আরও পড়ুন
নেদারল্যান্ডস ক্রিকেট দল
ফাইল ছবি

নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের হাইপারফরম্যান্স বিভাগের ম্যানেজার রোনাল্ড লেফেবভ্রে সফর স্থগিত করার বিষয় নিয়ে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে যে পিসিবি কী অবস্থায় আছে। তারা ঠাসা সূচি এবং খেলোয়াড়দের ভালোর কথা ভাবছে। পিসিবির সঙ্গে ভালো সম্পর্ককে মূল্য দিই আমরা। পরে কখনো এ সিরিজের সূচি দেওয়া হবে।’

পিসিবি থেকেও ইএসপিএনক্রিকইনফোকে জানানো হয়েছে, তাদেরই অনুরোধে সিরিজটি আপাতত বাতিল করা হয়েছে এবং তারা নতুন কোনো সুবিধামতো সময় বের করে নেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন

পাকিস্তান ও নেদারল্যান্ডস এখনো পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেনি। পিসিবি এবার সফর স্থগিত করায় পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার অপেক্ষাটা আরও লম্বা হচ্ছে ডাচদের। তবে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস।

আরও পড়ুন