পানেসারের চোখে যেখানে রোহিত ব্র্যাডম্যানের মতো

রোহিত শর্মারোহিত শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

২০১২ সালে ভারত সফরে গিয়ে ২–১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সে সিরিজে সর্বোচ্চ তিন উইকেটশিকারির মধ্যে ছিলেন মন্টি পানেসার। ৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে শীর্ষে থাকা গ্রায়েম সোয়ানের চেয়ে ৩ উইকেট কম নিয়েছিলেন সাবেক এই বাঁহাতি স্পিনার। ভারতের মাটিতে ভারতীয় স্পিনারদের চেয়ে সোয়ান–পানেসার জুটিই দাপট ছড়িয়েছিল বেশি। সেই সফরের পর আরও দুবার ভারতে গিয়ে টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। শুধু তাই কেন, এরপর ভারতের মাটিতে সিরিজ জিততে পারেনি আর কোনো দলই। ২০১২ সালের সেই সাফল্যের পুনরাবৃত্তি এবার কি করতে পারবে ইংল্যান্ড?

আরও পড়ুন

চলতি মাসে ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ শুরু ইংল্যান্ডের। ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজ যেহেতু ভারতের মাটিতে, তাই স্পিনারদের আলোচনায় থাকার সম্ভাবনাই বেশি। সেটি দুই দিক থেকেই—স্পিনারদের ভালো বল করা এবং স্পিনারদের ভালোভাবে সামলানোয়। পরের কাজটিতে ভারতের ব্যাটসম্যানদের বিশ্বমানের বলেই মনে করা হয়। অনেকে রসিকতা করেও বলেন, ভারতের ব্যাটসম্যানরা ঘুমিয়ে ঘুমিয়েও স্পিন খেলতে পারেন। ইংল্যান্ডের সাবেক স্পিনার পানেসার মনে করেন, এই কাজে ভারতের দলে একজন ‘ডন ব্র্যাডম্যান’ আছেন!

ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার
মন্টি পানেসারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

ভারতের সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’–কে একটি সাক্ষাৎকার দিয়েছেন পানেসার। ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্টে ১৬৭ উইকেট নেওয়া পানেসার সেই সাক্ষাৎকারে বলেছেন, টার্নিং উইকেটে রোহিত শর্মা যেন ডন ব্র্যাডম্যান! ভদ্রলোকের পরিচয় সবারই জানা। তবু অল্প করে যেটুকু না বললেই নয়, স্যার ডন ব্র্যাডম্যানকে অনেকেই মনে করেন ব্যাটিংয়ের শেষ কথা। কারণ? ৫২ টেস্টে ২৯ শতকে মোট ৬৯৯৬ রান করা ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ৯৯.৯৪!

পানেসার অস্ট্রেলিয়ান কিংবদন্তির সঙ্গে রোহিতের তুলনা টেনেছেন সাক্ষাৎকারে একটি প্রশ্নের উত্তরে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারতের ব্যাটসম্যানরা তো স্পিনে ভালো। কিন্তু টার্নিং উইকেটে তাঁদের সমস্যা দেখা গেছে। ভারতের বর্তমান দলের ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলেন কি না, সে বিষয়ে কী মনে করেন পানেসার?
৪১ বছর বয়সী পানেসারের উত্তর, ‘টার্ন করা বলে আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের ব্যাটসম্যানরা। তারা একটু ভয়ডরহীন। রোহিত শর্মা হবেন ভারতের প্রধান খেলোয়াড়। টার্নিং উইকেটে সে ডন ব্র্যাডম্যান। অবিশ্বাস্য রেকর্ড।’

আরও পড়ুন

টেস্ট সিরিজ জিততে হলে ইংল্যান্ডকে কী করতে হবে, সেটাও বলে দিয়েছেন পানেসার, ‘টেস্ট সিরিজ জয়ের সুযোগ বের করতে রোহিত শর্মাকে দ্রুত আউট করতে হবে ইংল্যান্ডকে। ইংল্যান্ড যদি রোহিতকে শান্ত রাখতে পারে, তাহলে ভারত পরিকল্পনা পাল্টাতে বাধ্য হবে। তখন তরুণ ব্যাটসম্যানরা চাপে পড়বে। এটা পার্থক্য গড়ে দিতে পারে।’

রবিচন্দ্রন অশ্বিন
এএফপি

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েও কথা বলেন পানেসার। ৯৫ টেস্ট খেলা অশ্বিন আর মাত্র ১০ উইকেট পেলেই ৫০০ উইকেটের মাইলফলকের দেখা পাবেন। অশ্বিনের মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রশংসা করে পানেসার বলেছেন, ‘বৈচিত্র্যময় বোলিংয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা রয়েছে তার। সে দিন দিন আরও উন্নতি করছে। বল বাঁক পায়, এমন পিচে সব সময় উইকেট নেওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। ঘরে তাকে এমন উইকেট দেওয়া হলেও খেয়াল করে দেখবেন, সে কিন্তু দারুণভাবে মানিয়ে নিতে পারে। যেন একটা অ্যাপ, ছয় মাস পরপর আপডেটেড হয়!’

আরও পড়ুন