শাস্তি থেকে বাঁচতে নিজেকে বদলাতে হবে কনস্টাসের, বলছেন ওয়াহ
স্যাম কনস্টাস এমন কথা আগেও শুনেছেন। বেপরোয়া শট খেললে টেস্টে কনস্টাসের ভবিষ্যৎ ভালো হবে না বলে তাঁকে সতর্ক করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
এবার কনস্টাসকে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার আরেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তাঁর ভাষ্যও অনেকটা পন্টিংয়ের মতো। মানে নিজেকে সামলাতে না পারলে বিপদে পড়বেন কনস্টাস।
কনস্টাস টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৪ ইনিংস। তবে তাঁকে ঘিরে বেশি আলোচনা অভিষেকে তাঁর ৬০ রানের ইনিংসটি ঘিরে। বাকি ৩ ইনিংসে করেছেন ৮, ২৩ ও ২২। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজে তিনি দলে জায়গা পাননি। ধারণা করা হচ্ছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবার একাদশে ফিরবেন কনস্টাস। এর আগে কনস্টাসকে ওয়াহ মনে করিয়ে দিয়েছেন, তাঁর কৌশলই কাল হতে পারে।
খেলাটির প্রতি আরও শ্রদ্ধাশীল হতে হবে। কারণ, যদি তা না করে, তাহলে খেলাই ওকে শাস্তি দেবেকনস্টাস প্রসঙ্গে স্টিভ ওয়াহ
এসইএন রেডিওতে ওয়াহ বলেছেন, ‘কনস্টাসের কৌশল অবশ্যই ভারত এবং বুমরার ওপর আকাঙ্ক্ষিত প্রভাব ফেলেছিল...কিন্তু আমি আশা করি ও এখন নিজেকে সামলে নিতে পারবে, স্বাভাবিক খেলায় ফিরে যেতে পারবে, কারণ এইভাবে (আক্রমণাত্মক) খেললে কনস্টাস টেস্ট ক্রিকেটে টিকে থাকতে পারবে না।’
গত ফেব্রুয়ারিতে শেফিল্ড শিল্ডের ম্যাচে আক্রমণাত্মকভাবে খেলতে গিয়ে স্কট বোল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই আউট হয়েছেন কনস্টাস। রান করেছেন ৭ ও ১৭। ওয়াহ আশা করছেন, এই কৌশল তাঁর মাথাটা এখনো ‘নষ্ট’ করেনি।
তিনি বলেছেন, ‘আমি আশা করি এই কৌশল ওর মানসিকতায় ততটা প্রভাব ফেলেনি, কারণ কনস্টাসের মাত্র ১৯ বছর বয়স। ও যে ঝুঁকি নিয়েছে, তার জন্য ইতিমধ্যেই ভুগেছেও। স্কট বোল্যান্ডকে (শেফিল্ড শিল্ড) আক্রমণ করেছে, র্যাম্প শট খেলেছে, ও কী করছিল বুঝছিল না । আসলে খেলাটির প্রতি আরও শ্রদ্ধাশীল হতে হবে। কারণ, যদি তা না করে, তাহলে খেলাই ওকে শাস্তি দেবে।’
এর আগে কনস্টাসকে নিয়ে পন্টিং বলেছিলেন, ‘আমার মনে হয়েছে, স্যাম (কনস্টাস) নিজের ডিফেন্সকে ভরসা করতে না পেরে র্যাম্প, স্কুপ খেলছিল। ওর হাতে কিছু শট আছে। তবে যেসব শট আছে, তার বেশির ভাগই বেপরোয়া। আমার মনে হয় না টেস্ট ওপেনার হিসেবে আপনি এভাবে সব সময় টিকতে পারবেন।’