‘শুরুতে উইকেট নিলে দক্ষিণ আফ্রিকা চোক করবে’

অর্ধশত রান করেছেন বাবর আজমছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো ৫০ ওভার খেলতে পারেনি পাকিস্তান। ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। ম্যাচের বিরতিতে পাকিস্তানি চ্যানেল ‘এ স্পোটর্স’-এর এক টক শোতে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম, মিসবাহ–উল হক, মঈন খান ও শোয়েব মালিকরা।

তাঁরা বলেছেন, ৫০ ওভার খেলে ২০ রানও যদি বাড়তি যোগ করা যেত তবে দক্ষিণ আফ্রিকাকে আরও বেশি চাপে ফেলা যেত। সেটি না হলেও পাকিস্তান যদি শুরুতে ২-৩ উইকেট নিতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকা চোক করতে পারে বলে মন্তব্য করেছেন তাঁরা।

আরও পড়ুন

টক শোর শুরুতে ওয়াসিম আকরাম বলেছেন, ‘শুরুতে উইকেট নিতে পারলে এই সংগ্রহও যথেষ্ট ভালো।’ মিসবাহ–উল হক–এর সঙ্গে যোগ করেছেন, ‘শুরুতে উইকেট নিতে হবে। একটি নয়, ২-৩টি। আত্মবিশ্বাস নিয়ে বোলিং করতে হবে। শাহিনের ওপর অনেক কিছু নির্ভর করছে।’

উইকেট নেওয়ার পর কোয়েটজির উল্লাস
ছবি: এএফপি

এরপর শোয়েব মালিকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছেন, ‘ওরা পরিকল্পনা নিয়ে এসেছিল। কার বিপক্ষে কীভাবে বল করতে হবে, তারা তা জানত। শামসিকে ওরা পরে এনেছে। ওরা জানত আমাদের মিডল অর্ডার বা লোয়ার অর্ডার ভালো খেলছে না।’ এরপর মঈন খান দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে হারানোর মন্ত্র জানিয়ে বলেছেন, ‘রান তাড়া করতে গেলে উইকেট পড়লে ওরা চোক করে। সেই সুবিধাটা নিতে হবে।’