জোসেফ যখন টোয়েন্টি বিশ্বকাপের আগে স্যামির মাথাব্যথার কারণ

ব্রিসবেন টেস্টের নায়ক শামার জোসেফএএফপি

এক অস্ট্রেলিয়া সফর শামার জোসেফের জীবনটাই বদলে দিল! ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগেও খুব বেশি মানুষ তাঁকে চিনতেন বলে মনে হয় না। চিনবেনই–বা কী করে! এর আগে পেশাদার ক্রিকেটে তিনি খেলেছেন যে মাত্র ৯ ম্যাচ। সেই জোসেফই এখন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আলোচনায়। হয়ে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ ড্যারেন স্যামির ‘মাথাব্যথা’র কারণ।

কেন? এর উত্তরেও সেই ব্রিসবেন টেস্ট। ২৪ বছর বয়সী এই পেসারের বীরত্বেই তো ২৭ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গত রোববার শেষ হওয়া ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। অভিষেক সিরিজেই হয়েছেন সিরিজ–সেরা

জোসেফ ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি। সেটা গত বছর সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। উইকেটের দেখা এখনো পাননি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও তিনি খেলেছেন মাত্র দুটি ম্যাচ, সেটাও গায়ানার হয়ে সুপার৫০ কাপে। তবে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ ড্যারেন স্যামি জোসেফকে তিন সংস্করণের ক্রিকেটার হিসেবেই দেখছেন।

ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ ড্যারেন স্যামি
ফাইল ছবি

তিনি বলেছেন, ‘ও অবশ্যই সব সংস্করণের খেলোয়াড় হবে। স্কোয়াডে ওকে নিতে তর সইছে না। তবে দেখুন, সবকিছুর একটা প্রক্রিয়া আছে। আমি ও নির্বাচক কমিটির চেয়ারম্যান এভাবেই কাজ করি। ও যা করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে, ওয়ানডে দল তৈরি হচ্ছে, এমন সময়ে আমার মাথাব্যথা তৈরি করেছে।’

আরও পড়ুন

তিনি যোগ করেন, ‘আমাদের জেইডেন সিলসের মতো খেলোয়াড় আছে, যে এই মুহূর্তে চোটে আছে। আমরা সব সংস্করণের জন্য একটা ভিত্তি তৈরি করছি, যারা ভালো পারফর্ম করছে, তাদের মধ্যে থেকে যেন ভালো অবস্থায় থাকা খেলোয়াড় বাছাই করতে পারি। ক্রিকেটখেলুড়ে একটা জাতির কাছ থেকে আপনি ঠিক এমনটাই চান।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল শুরু সাদা বলের সিরিজে জোসেফের এমনিতেও খেলার কথা ছিল না। চোটে পড়ে ছিটকে না গেলে তাঁর খেলার কথা ছিল আইএল টি-টোয়েন্টি লিগে। তবে স্যামি বলছেন, এখন জোসেফের বিশ্রামের সময়, ‘ওখানে যা হয়েছে, তা আমরা দেখেছি। তবে আমরা উন্মাদ হয়ে যাব না। যদি ওর চোট থাকে, তাহলে ওকে বাড়িতে যেতে দিন, বিশ্রাম নিতে দিন। এবারই সম্ভবত প্রথমবার ও বাড়ি থেকে এত দিন দূরে ছিল। ওর বাচ্চারও বয়স কম। আমরা ওর পরিস্থিতি বুঝি। যা–ই আমরা করব, তা বুঝেশুনে, সঠিক পরিকল্পনা করে করব।’

আরও পড়ুন