পিএসএল নিয়ে ইসিবির মুখোমুখি ইংলিশ ক্রিকেটাররা

পিএসএল খেলতে পারবেন ভিন্স?পিসিবি

পিএসএলে দল তো পেলেন। এখন খেলতে কি পারবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা? জেমস ভিন্স, টম কারেন, স্যাম বিলিংসরা সে বিষয়ে এখনো সন্দিহান। পিএসএল নিয়ে অনেকটাই বোর্ডের মুখোমুখি দাঁড়িয়েছেন তাঁরা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গতকাল ড্রাফটে দল পাওয়ার পর ইসিবির কাছ থেকে পরিষ্কার বার্তা চেয়েছেন ইংলিশ খেলোয়াড়েরা।

ঘটনার সূত্রপাত গত বছরের নভেম্বরে। সেই সময় ইসিবি ক্রিকেটারদের জন্য অনাপত্তিপত্র নিয়ে নতুন নিয়ম চালু করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম চলার সময় আইপিএল ছাড়া অন্য বিদেশি লিগগুলোয় খেলতে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হবে না। এমন নিয়ম হলে আইপিএল ছাড়া বিদেশি সব লিগের ওপর বড় প্রভাব পড়বে।

এ বছর থেকে পিএসএল হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে ইংল্যান্ডে হবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তাহলে ক্রিকেটাররা পিএসএল খেলবেন কী করে?

পিএসএলে ইংল্যান্ডের ক্রিকেটাররা না খেলতে পারলে
ছবি : এএফপি

ক্রিকেটারদের খেলার সুযোগ আছে। কারণ, খেলোয়াড়দের প্রতিবাদের মুখে ইসিবি তাদের শক্ত অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। যাদের সঙ্গে ক্লাবগুলোর লাল বলের চুক্তি নেই, তারা পিএসএলে খেলতে পারবেন। সে ক্ষেত্রে স্যাম বিলিংস, কারেন, জর্ডান, উইলিদের অনাপত্তিপত্র পাওয়ার কথা। এদের সঙ্গে কাউন্টি দলগুলোর সব সংস্করণের চুক্তি নেই।

আরও পড়ুন

তবে বিপদে পড়তে পারেন ভিন্স (হ্যাম্পশায়ার) ও কোহলার ক্যাডমোর (সমারসেট)। তাদের ক্লাবের সঙ্গে চুক্তি সব সংস্করণের। পিএসএল ৮ এপ্রিল থেকে চলবে ১৯ মে পর্যন্ত। সে হিসাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৬-৭ রাউন্ড মিস করবেন তারা। তবে উইজডেন জানিয়েছে, নতুন নিয়মানুযায়ী, সব সংস্করণে চুক্তি থাকলে প্রথমে মিস করার পর এসে খেলতে পারবেন না কোনো ক্রিকেটার। সে কারণেই নাকি হ্যাম্পশায়ারের সঙ্গে শুধু সাদা বলের চুক্তির চেষ্টা করছেন ভিন্স।

তবে ইসিবির সঙ্গে চুক্তি থাকলে এনওসি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সে কারণে ড্রাফটে নাম লেখানোর পরও জনি বেয়ারস্টো, আদিল রশিদসহ ৬ জন ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

আরও পড়ুন