ডিসেম্বরে জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ পড়ছে বিসিএল ওয়ানডে

নতুন টি–টোয়েন্টি লিগ আনছে বিসিবিপ্রথম আলো

অবশেষে বিপিএলের বাইরে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পেতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আজ বিসিবির টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির সভায় জাতীয় ক্রিকেট লিগের আটটি দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সব ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরে শুরু হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। তবে ঘরোয়া ক্রিকেটের সূচিতে ২০ ওভারের এই টুর্নামেন্টকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টটি বাদ পড়ছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর শুরু হবে জাতীয় লিগের চার দিনের ম্যাচের টুর্নামেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে, শেষ হবে ৩০ নভেম্বর। জাতীয় লিগে থাকবে না ২০১৫-১৬ মৌসুমে শুরু হওয়া দ্বিস্তর পদ্ধতি। তবে বরাবরের মতো এবারও জাতীয় লিগের দল সাজাবেন জাতীয় নির্বাচকেরা।

এক সপ্তাহের বিরতি দিয়ে আগামী ৫ ডিসেম্বর শুরু হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। আটটি দল লিগ পর্বে সাতটি করে ম্যাচ খেলবে, শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টটি শেষ হবে ১৭ ডিসেম্বর। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ চলবে। এপ্রিলের শেষে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএল শুরু হবে, শেষ হবে মে মাসে।

বিসিবি প্রোগ্রামসের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদীন
প্রথম আলো

সময় না থাকায় এবার বিসিএল ওয়ানডে হচ্ছে না। বিসিবি প্রোগ্রামসের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদীন এ ব্যাপারে প্রথম আলোকে জানান, ‘সময় বের করা যাচ্ছে না। এর মধ্যে যদি স্লট খুঁজে পাই, তাহলে হয়তো আলোচনা করা যাবে। এ ছাড়া প্রিমিয়ার লিগে যথেষ্ট ওয়ানডে খেলা হচ্ছে ছেলেদের। এ বছর “এ” দলেরও সিরিজ আছে। সেখানেও ওয়ানডে থাকবে।’

আরও পড়ুন

ঘরোয়া সূচিতে বিসিএল ওয়ানডের জন্য সময় না থাকার আরেকটি কারণ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই আইসিসি টুর্নামেন্টের আগেই বিপিএল শেষ করতে হবে। তাই পূর্বনির্ধারিত সময়ের (১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি) কয়েক সপ্তাহ আগে শুরু হবে বিপিএল।