মিরপুর টেস্টে বোলিং করবেন সাকিব

বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানছবি: প্রথম আলো

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উমরান মালিকের বাউন্সার পিঠে লাগার পর থেকেই পাঁজরের ব্যথায় ভুগছেন সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন থেকে সাকিব বোলিং করেননি সে কারণেই। টেস্টের বাকি সময়টা তিনি ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে ‘অলরাউন্ডার’ সাকিবকে পাওয়া যাবে কি না, সবাই সে প্রশ্নের উত্তর খুঁজছে। আজ মিরপুর টেস্ট–পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে আসা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড স্বস্তির খবরই দিয়েছেন।

আরও পড়ুন

সাকিবের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সাকিব ঠিক আছে, সে বল করবে। সে ব্যথা পেয়েছিল ওয়ানডে ম্যাচে। সেটা থেকে সে সেরে উঠেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং বোলিং করার জন্যও প্রস্তুত।’ ‘অলরাউন্ডার’ সাকিবকে পাওয়ায় বাংলাদেশ দলের বোলিং আক্রমণটা কেমন হতে পারে, সে আভাসও দিয়েছেন ডোনাল্ড। তিনি বলেছেন, ‘চট্টগ্রাম টেস্টে খেলা তিন স্পিনার খেলবে, আর দুই পেসার তাসকিন ও খালেদ। এটাই সম্ভবত হতে যাচ্ছে।’

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
ছবি: শামসুল হক

মিরপুর টেস্ট দিয়ে টেস্ট প্রত্যাবর্তন হতে যাচ্ছে তাসকিন আহমেদেরও। টেস্ট ম্যাচের জন্য পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে চট্টগ্রাম টেস্ট খেলানো হয়নি। মিরপুর টেস্ট দিয়ে তাঁর টেস্ট ক্রিকেটে ফেরার কথা। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন গত মার্চে, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ডোনাল্ড এ ব্যাপারে বলেছেন, ‘তাসকিন আগের ম্যাচেও খেলতে চেয়েছিল। তবে এই টেস্ট খেলার জন্য সে প্রস্তুত।’