বাংলাদেশের ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন নন কুম্বলে

আউট হয়ে ফিরছেন অধিনায়ক নাজমুল হোসেন।এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবার তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই তিন জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের বোলাররা। সেই অর্থে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবদান কম, বিশেষ করে টপ অর্ডারের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে মাঠে নামার আগে তাই বাংলাদেশ দলের দুশ্চিন্তার বড় কারণ ব্যাটিং। ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে অবশ্য বাংলাদেশের ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কারণ দেখছেন না।

ইএসপিএনক্রিকইনফোতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ প্রিভিউতে এমনটা জানিয়েছেন কুম্বলে। বাংলাদেশের ব্যাটিং উদ্বেগের বিষয় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মতে, উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। যুক্তরাষ্ট্রের কন্ডিশন ব্যাটসম্যানদের পক্ষে ছিল না। ভারত ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও ভুগেছে। উইকেট কঠিন ছিল। তবে আমার মতে, ওদের ব্যাটসম্যানদের পারফরম্যান্স নির্ভর করবে ওদের আত্মবিশ্বাসের ওপর। সাকিব আল হাসান ফর্মে ফিরেছে, এটা তাদের জন্য ভালো। মাহমুদউল্লাহ ভালো ব্যাটিং করছে, ৬ থেকে ৭ নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল রান পাচ্ছেন না বেশ কিছু দিন। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নাজমুলের স্কোরগুলো ছিল এমন—৭, ১৪, ১, ৪। নাজমুলের ব্যাটিং অর্ডার নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করলেও লাভ হয়নি।

বাংলাদেশের ব্যাটিং উদ্বেগের কারণ মনে না করলেও কুম্বলে বলছেন, নাজমুলের রান করাটা বাংলাদেশের জন্য জরুরি, ‘তাদের অধিনায়ক শান্তর কাছ থেকে কিছু রান আসাটা জরুরি। প্রথম ৬ ওভারে যদি ওদের অধিনায়ক কিছু রান করতে পারে, তাহলে বাকিরা কিছুটা উইকেটে এসে সময় পাবে। অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে হলে প্রথম ৬ ওভারে ভালো শুরু পাওয়াটা জরুরি।’

দারুণ পারফর্ম করছেন রিশাদ
এএফপি

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ওপেন করেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। অস্ট্রেলিয়াকে শুরুতে চাপে ফেলতে হলে এ দুজনকে আগে ফেরাতে হবে বলেও মনে করেন কুম্বলে, ‘শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপ ফেলতে হলে বাঁহাতিদের ফেরাতে হবে। শুরুতে ওই দুজনকে ফেরাতে না পারলে বাংলাদেশ পেছনে পড়ে যাবে। তখন ম্যাচে ফেরা কঠিন হবে। শুরুতে তানজিম (হাসান) ভালো করছে, ওর উইকেট নেওয়া উচিত। অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান আছে, উইকেটে গ্রিপ থাকলে ও উইকেট নিতে পারে।’

আরও পড়ুন

বাংলাদেশকে সুপার এইটে তুলতে অন্যতম বড় ভূমিকা রেখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৪ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দলকে প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দিয়েছেন। তাঁর বোলিংয়ে মুগ্ধ কুম্বলে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘লেগ স্পিনার রিশাদ দারুণ বোলিং করছে। ও একজন উইকেটশিকারি, বিশ্বকাপে বাংলাদেশের স্ট্যান্ডআউট পারফরমার। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের লেগ স্পিনাররা ভোগায়, এটা আমরা আগে দেখেছি। শুরুতেই যদি অস্ট্রেলিয়ার ২-৩টি উইকেট পড়ে, তাহলে রিশাদকে খেলা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে। শুরুতে উইকেট না গেলে রিশাদের ওপর চাপ থাকবে।’

আরও পড়ুন