দুর্লভ কীর্তির ম্যাচে জেতেনি কেউ

বুলাওয়ে টেস্টের পাঁচ দিনই কোনো না কোনো সময় ব্যাট করেছে তেজনারায়ণ–ব্রাফেট জুটিছবি: জিম্ববুয়ে ক্রিকেট

স্মৃতির অতল থেকে দুর্লভ সব কীর্তি তুলে আনার জন্যই বুলাওয়ে টেস্টটাকে মনে রাখবে ক্রিকেট। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচেই যে ইতিহাসে মাত্র দ্বিতীয়বার বাবার ডাবল সেঞ্চুরির কীর্তি ছুঁয়েছেন তেজনারায়ণ চন্দরপল। বাপ-বেটা শিবনারায়ণ ও তেজনারায়ণ মিলে ফিরিয়েছেন পাকিস্তানের বাবা-ছেলে হানিফ মোহাম্মদ ও শোয়েব মোহাম্মদের ডাবল সেঞ্চুরির স্মৃতি। এই টেস্টেই জিম্বাবুয়ের হয়ে প্রথম টেস্ট খেলা গ্যারি ব্যালান্স ফিরিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলসের স্মৃতি। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ব্যালান্সের আগে ওয়েসেলসেরই যে শুধু দুই দেশের হয়ে সেঞ্চুরির কীর্তি ছিল। ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাফেট ও তেজনারায়ণ তো ইতিহাসের প্রথম জুটি হিসেবে টেস্টের পাঁচ দিনই কোনো না কোনো সময় ব্যাট করার অনন্য রেকর্ড গড়লেন।

সেই বুলাওয়ে টেস্টে রেকর্ড গড়ার সুযোগ ছিল দল হিসেবে জিম্বাবুয়েরও। নিজেদের তিন দশকের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে কখনোই ১৬২ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি জিম্বাবুইয়ানরা। আজ সেই জিম্বাবুয়েকে ২৭১ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে অবশ্য রেকর্ডের পথে হাঁটেনি। হাতে থাকা ৪৯ ওভার টিকে থাকাতেই মনোযোগ দিয়েছে। পরে অবশ্য বৃষ্টিতে নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে বাড়তি আরও ৪ ওভার খেলা হয়েছে।

৪ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গুড়কেশ মোতি
ছবি: টুইটার

৪৩তম ওভারে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে এরপর কোনোমতে পার করেছে বাকি কয়টি ওভার। শেষ পর্যন্ত ড্র হয়েছে ম্যাচ। আটে নামা ওয়েলিংটন মাসাকাদজা ৩৬ বল খেলে কোনো রান করেননি। সপ্তম উইকেটে তাঁর সঙ্গী তাফাতজাওয়া তসিগা ৮৩ বলে অপরাজিত ছিলেন ২৪ রানে।

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত করে ৬ উইকেটে ১৩৪ রান। চামু চিবাবার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩১ রান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান গ্যারি ব্যালান্স দ্বিতীয় ইনিংসে করেছেন ১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুড়কেশ মোতি পেয়েছেন ৪ উইকেট।

ম্যাচেসেরা তেজনারায়ণ চন্দরপল
ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

এর আগে বিনা উইকেটে ২১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ২০৩ রান তুলে। প্রথম ইনিংসে রেকর্ড জুটি গড়া ক্রেগ ব্রাফেট ও তেজনারায়ণ চন্দরপল এবার ফিরেছেন অল্পতেই। অধিনায়ক ব্রাফেট করেছেন ২৫, তেজ ১৫। প্রথম ইনিংসের ৩৩৬ রানের পর এবার তাঁদের জুটিতে আসে ৩২ রান। রেমন রেইফার (৫৮) ও জার্মেইন ব্ল্যাকউডের (৫৭) ফিফটির পর রোস্টন চেজ ও কাইল মেয়ার্সের ওয়ানডেসুলভ ব্যাটিংয়ে ৬০ ওভারে ২০৩ রান তুলেই ইনিংস ছাড়ে উইন্ডিজ।

১২ ফেব্রুয়ারি বুলাওয়েতেই শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন