ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকা হ্যারি ব্রুক আউট আজ টেস্টের দ্বিতীয় দিনে ১৩তম বলেই। দুর্দান্ত ফর্মে থাকা ব্রুককে ১৮৬ রানে থামিয়ে নিউজিল্যান্ডকে ভালো শুরুই এনে দিয়েছিলেন ম্যাট হেনরি। কিন্তু ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় নিউজিল্যান্ডকে।

৮ উইকেটে ৪৩৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ১৩৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে টিম সাউদির দল পিছিয়ে ২৯৭ রানে।

প্রথম দিনে ৬৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৩১৫ রান তুলেছিল ইংল্যান্ড। ২৯৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে অপরাজিত ছিলেন ব্রুক ও জো রুট। এর মধ্যে ১৮৪ রানে অপরাজিত ব্রুককে হাতছানি দিচ্ছিল ক্যারিয়ারের প্রথম ‘ডাবল সেঞ্চুরি’। তবে দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই হেনরির লেন্থ ডেলিভারিতে তাঁর হাতেই ক্যাচ তুলে দেন ব্রুক।

আরও পড়ুন

রোমাঞ্চ ছড়িয়ে সবাইকে ছাড়িয়ে হ্যারি ব্রুক

এরপর বেন স্টোকসের সঙ্গে রুটের জুটি টিকেছে ৭ ওভার। ২৮ বলে ২৭ রান করে নিল ওয়াগনারের বলে ক্যাচ দেন ইংল্যান্ড অধিনায়ক। উইকেটকিপার-ব্যাটসম্যান বেন ফোকস আর স্টুয়ার্ট ব্রডকে মাইকেল ব্রেসওয়েল তুলে নিলে চার শর আগেই সপ্তম উইকেট হারায় ইংল্যান্ড।

এক প্রান্ত ধরে রেখে আগের দিনের সেঞ্চুরিকে (১০১) দেড় শতে নিয়ে যান রুট। এরপরই ইনিংস ঘোষণা করেন স্টোকস।

১৫৩ রান করে অপরাজিত থাকেন জো রুট
এএফপি

প্রথম টেস্ট হেরে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের দরকার ছিল ভালো শুরু। উল্টো জিমি অ্যান্ডারসনের করা প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন ডেভন কনওয়ে।

আরেক ওপেনার টম ল্যাথাম টিকেছেন ২১তম ওভার পর্যন্ত। তার আগে অ্যান্ডারসনের শিকার হয়ে ফেরেন কেইন উইলিয়ামসন (৪) আর উইল ইয়ংও (২)। ৩ উইকেটের সব কটিতেই ক্যাচ নেন ফোকস।

আরও পড়ুন

৪০ বছর বয়সে এক নম্বর হয়ে যে রেকর্ড মনে করিয়ে দিলেন অ্যান্ডারসন

অ্যান্ডারসনের পর ইংলিশ আক্রমণে নেতৃত্ব দেন জ্যাক লিচ। বাঁহাতি এই স্পিনারের প্রথম শিকার দীর্ঘক্ষণ এক প্রান্ত আগলে রাখা ল্যাথাম। ৩৫ রান করা এই ওপেনার রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে রুটের ক্যাচে পরিণত হন।

স্কোরবোর্ডে রান ১০০ হওয়ার আগে লিচের শিকার হয়ে ফেরেন হেনরি নিকোলস (৩০) আর ড্যারিল মিচেলও (১৩)। স্টুয়ার্ট ব্রড মাইকেল ব্রেসওয়েলকে তুলে নিলে ১০৩ রানেই সপ্তম উইকেট হারায় নিউজিল্যান্ড।

শর্ট ফরোয়ার্ডে হেনরি নিকোলসের দারুণ ক্যাচ নেন অলি পোপ
এএফপি

বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগপর্যন্ত টম ব্লান্ডেলকে নিয়ে লড়ছিলেন সাউদি। ব্লান্ডেল অপরাজিত ৫৫ বলে ২৫ রানে, অধিনায়ক সাউদি ১৮ বলে ২৩ রান করে। অ্যান্ডারসনের ৩ উইকেটে খরচ ৩৭ রান, লিচের ৩ উইকেটে ৪৫।

আরও পড়ুন

সর্বোচ্চ ছক্কা: টেস্টে তো স্টোকস, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কে