‘শান্ত ও বাস্তববাদী’ সরফরাজকে নিয়ে গর্বিত ডি ভিলিয়ার্স

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ডি ভিলিয়ার্সের সতীর্থ ছিলেন সরফরাজআইপিএল

দারুণ সময় কাটছে সরফরাজ খানেরঅভিষেক টেস্টে জোড়া ফিফটির পর বর্তমান থেকে সাবেক ক্রিকেটাররা তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও প্রশংসায় ভাসিয়েছেন সরফরাজকে। একসময় সরফরাজ ডি ভিলিয়ার্সের সতীর্থও ছিলেন।

একসঙ্গে খেলেছেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সরফরাজের ব্যাপারে ধারণা তাই আগে থেকেই ছিল ডি ভিলিয়ার্সের। নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স রাজকোট টেস্টে সরফরাজের অভিষেকের সময় তাঁর বাবার হৃদয়গ্রাহী দৃশ্য নিয়েও কথা বলেছেন।

আরও পড়ুন

২০১৫, ২০১৬ ও ২০১৮—এই তিন মৌসুম আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলেছেন সরফরাজ। প্রথম মৌসুমে ভালোই পারফর্ম করেছিলেন। ৮ ইনিংসে ২৭.৭৫ গড় ও ১৫৬.৩৮ স্ট্রাইক রেটে ১১১ রান করেন। পরের মৌসুমে মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একটি ম্যাচে ১০ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসও খেলেছিলেন সরফরাজ।

সেই ইনিংসের পথে মোস্তাফিজের ৪ বলে রান করেছিলেন ১২। সংখ্যাটা গুরুত্বপূর্ণ কারণ, সেই আসরে মোস্তাফিজের বলে বিরাট কোহলি, ক্রিস গেইল, ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি—সবাই সমীহ করে খেলেছেন। ওই ম্যাচেই ৪ ওভারে ২৬ রান দিয়ে মোস্তাফিজ আউট করেছিলেন ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে। ২০১৮ সালে সরফরাজ খেলেছিলেন ৭ ম্যাচ, রান করেছিলেন মোট ৫১। স্ট্রাইক রেটটাও খুব বেশি ভালো ছিল না—১২৪.৩৯।

আরও পড়ুন

সরফরাজের সঙ্গে খেলার স্মৃতি টেনে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি এই ছেলেটার সঙ্গে আগেও খেলেছি। ও খুবই শান্ত, বিচক্ষণ ও বাস্তববাদী ছেলে। ওকে নিয়ে আমি গর্বিত।’

রাজকোট টেস্টে দুই ইনিংসেই ফিফটি তুলে নেন সরফরাজ
এএফপি

চলতি ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজে রাজকোটে তৃতীয় টেস্টে সরফরাজের হাতে অভিষেক টেস্টের টুপি দেখে তাঁর বাবা নওশাদ খান আবেগ সামলাতে পারেননি। ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছেন। ছেলের দেশের হয়ে অভিষেকের টুপিতে চুমুও খেয়েছেন। বাবা-ছেলের এমন দৃশ্য হৃদয় ছুঁয়ে গেছে অনেকেরই। এরপর প্রথম ইনিংসে পঞ্চাশ রানে পৌঁছানোর পর গ্যালারি থেকে ছেলেকে উড়ন্ত চুমু দিয়েছেন নওশাদ। এ নিয়ে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘সরফরাজ ৫০ রানে পৌঁছানোর পর ওর বাবা উড়ন্ত চুমু দিচ্ছিল, বিষয়টা দারুণ ছিল। আমার জন্য হৃদয়গ্রাহী দৃশ্য।’

রাঁচিতে আগামীকাল সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও ভারত। এ ম্যাচে সরফরাজের খেলার সম্ভাবনাই বেশি। পাঁচ ম্যাচের এই সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে ভারত।

আরও পড়ুন