মাইলফলকের সামনে রিশাদ, সাকিবকে কি পেছনে ফেলতে পারবেন

রিশাদ হোসেনএএফপি

বাংলাদেশের জার্সিতে তাঁর অভিষেক হয়েছে দুই বছরের একটু বেশি। ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক রিশাদ হোসেনের। এ দুই বছরে দলের অন্যতম সেরা বোলারে পরিণত হয়েছেন এই লেগ স্পিনার। আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাইলফলকও হাতছানি দিয়ে ডাকছে রিশাদকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিশাদের উইকেট ৪৮টি। আজ ২ উইকেট পেলে বাংলাদেশের ষষ্ঠ বোলার ও প্রথম লেগ স্পিনার হিসেবে ৫০ উইকেটের ক্লাবে নাম লেখাবেন রিশাদ। এখনো টেস্ট অভিষেক হয়নি তাঁর। ওয়ানডে দলেও নিয়মিত নন। ২০২৩ সালের ডিসেম্বরে ওয়ানডেতে অভিষিক্ত হওয়ার পর রিশাদ এখন পর্যন্ত ৯ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট (৩১) ও লিস্ট এ ক্রিকেটেও (৪৭) রিশাদের ৫০ উইকেট নেই।

রিশাদ আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪৮ উইকেট নিয়েছেন ৪০ ম্যাচে। আজ ২ উইকেট নিতে পারলে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টি–টোয়েন্টিতে ৫০ উইকেটের ক্লাবে ঢুকবেন রিশাদ। পেছনে ফেলবেন সাকিব আল হাসানকে।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড বতসোয়ানার লেগ স্পিনার ধ্রুবকুমার মাইসুরিয়ার।

সাকিব ৪২ ম্যাচে নিয়েছেন ৫০ উইকেট। দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডে মোস্তাফিজের ধারেকাছে বাংলাদেশের কেউ নেই। মাত্র ৩৩ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। সাকিব, মোস্তাফিজ ছাড়া টি–টোয়েন্টি বাংলাদেশের হয়ে ৫০ উইকেট আছে তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও শরীফুল ইসলামের।

আরও পড়ুন

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড বতসোয়ানার লেগ স্পিনার ধ্রুবকুমার মাইসুরিয়ার। মাত্র ২২ ম্যাচেই ৫০ উইকেট নেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস দ্রুততম ৫০ উইকেট নেন, ২৬ ম্যাচে।

টি–টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ ৩ ম্যাচে রিশাদ প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ মিলিয়ে উইকেট নিয়েছেন মাত্র ১টি।

টি–টোয়েন্টিতে রিশাদের উইকেট ৪৮টি
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

দলীয় কম্বিনেশনের কারণে আজ রিশাদকে বিশ্রামেও রাখা হতে পারে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে খেলানোর চিন্তা করতেই পারে দল।

কারণ, শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে নাসুম এখনো কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। দলের অন্যতম সেরা দুই পারফর্মার তানজিদ হাসান ও তাসকিন আহমেদকে সিরিজের দ্বিতীয় ম্যাচে  বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় সেই ধারাবাহিকতা থাকার কথা।

আরও পড়ুন