পাকিস্তানের দুর্দান্ত জয়ে ফখর একাই ১৮০

অসাধারন সেঞ্চুরিতে পাকিস্তানকে জিতিয়েছেন ফখর। পাশে ফিফটি তুলে নেওয়া রিজওয়ানছবি: টুইটার

এর চেয়ে বেশি লক্ষ্য তাড়া করেছে পাকিস্তান। গত বছরই লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৩৪৮ রান টপকে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে।

আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তেমনই এক ধ্রুপদী ওয়ানডে ম্যাচ খেলল বাবর আজমে র দল। আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৬ রান তোলা নিউজিল্যান্ডকে পাকিস্তান হারিয়েছে ৭ উইকেটে, ১০ বল হাতে রেখে। নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার পথে ফখর জামান-মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিং দেখে মনে হয়নি, বড় রান তাড়ায় চাপ বলে কিছু আছে!

আরও পড়ুন

লাহোরে সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ইমাম-উল-হক ও বাবর আজম। আজ তার কাছাকাছি রান তাড়ায় ফখর জামান যেন দুটি সেঞ্চুরির দায়িত্ব প্রায় একাই কাঁধে তুলে নিয়েছিলেন! ব্যক্তিগত ৫০ ও ৫৫ রানে দুবার ‘জীবন’ পেলেও তাঁর ১৪৪ বলে ১৮০ রানের ইনিংসে ম্যাচে বার বার ফেরার চেষ্টা করেও পারেনি নিউজিল্যান্ড। ১৭টি চার ও ৬ ছক্কায় শুধু বাউন্ডারি থেকেই ১০৪ রান তুলেছেন ফখর।

৬৫ রান করা বাবর আজম ও ৫৪ রানে অপরাজিত থেকে মোহাম্মদ রিজওয়ান ‘পার্শ্বনায়ক’ এর ভূমিকায় ছিলেন। বৃথা গেছে নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেলের ১২৯ রানের ইনিংস। ওয়ানডেতে এটি ফখরের হ্যাটট্রিক সেঞ্চুরি। আগের দুটি সেঞ্চুরিও নিউজিল্যান্ডের বিপক্ষেই। এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

তিনটি জুটিতে দুর্দান্ত এই রান তাড়া করেছে পাকিস্তান। ইমাম ২৪ রানে ম্যাট হেনরিকে উইকেট দেওয়ার আগে ভালো শুরু পাইয়ে দেন। ৫৮ বলে ৬৬ রানের জুটি গড়েন ফখরের সঙ্গে। এরপর বড় রান তাড়া করে জয়ের ভিত গড়েছেন বাবর ও ফখর। ১২২ বলে ১৩৫ রানের জুটি গড়েন দুজন।

৬৬ বলে ৬৫ রান করা বাবর ইশ সোধিকে উইকেট দেন বাজে শট খেলে। পাকিস্তান তখন ২০ ওভারে ১৩৬ রানের দূরত্বে। হাতে ৮ উইকেট। ম্যাচটা টি-টোয়েন্টি হয়ে পড়ায় পরিস্থিতির সঙ্গে রিজওয়ান-ফখরের মানিয়ে নিতে সমস্যা হয়নি। ৮৬ বলে ১১৯ রানে অবিচ্ছিন্ন থেকে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত এক জুটি উপহার দেন ফখর-রিজওয়ান।

আরও পড়ুন

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের হয়ে নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিচেল। আজ ৩ ছক্কা ও ৮ চারে ১১৯ বলে ১২৯ রানের ইনিংস খেলার আগে প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন।

১১৩ রানের পর আজকের ইনিংসেও হারতে হলো। আক্ষেপ থাকবে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের। হারের ম্যাচে সেঞ্চুরিটাও মিস করেছেন। ৮৫ বলে ৯৮ রানে আউট হন। পাকিস্তানের হয়ে ৭৮ রানে ৪ উইকেট হারিস রউফের। 

আরও পড়ুন