পেহেলগাম নিয়ে ভারত–পাকিস্তানের মধ্যে কী হচ্ছে, জানেন না রিজওয়ান

কাশ্মীরের পেহেলগামে হামলার পর সেখানে সতর্ক অবস্থানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরারয়টার্স

তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্ল্যাটফর্মে খুব একটা সরব উপস্থিতি নেই মোহাম্মদ রিজওয়ানের। এ কারণেই হয়তো পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বলেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। আর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না বলে তিনি ঠিক জানেন না, পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে কী হচ্ছে।

এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত সরকার এই হামলার দায় পাকিস্তানের ওপর দিয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে ওই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান
এএফপি

ওই ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে। ভারত পানিবণ্টন-সংক্রান্ত একটি চুক্তি স্থগিত করেছে এবং দুই দেশই একে অন্যের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া কাশ্মীরে দুই দেশের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি হয়েছে।

ভারত থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানি নাগরিকদের, পাকিস্তানও একই সিদ্ধান্ত নিয়েছে। ভারতে ব্লক করে দেওয়া হয়েছে পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

আরও পড়ুন

দুই দেশের রাজনৈতিক মহলে এত উত্তেজনা ছড়িয়ে পড়ার কোনো খবরই নাকি নেই রিজওয়ানের কাছে। পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান লাহোরে সাংবাদিকদের বলেছেন, ‘ক্রিকেটে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমি জানি না পাকিস্তান ও ভারতের মধ্যে কী হচ্ছে—আমি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না।’

পিএসএলে মুলতান সুলতানসকে নেতৃত্ব দেওয়া পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক এরপর যোগ করেন, ‘আমাদের খেলোয়াড়দের যখন দেখা হয়, এই যেমন বিরাট কোহলি বা জো রুট; আমরা ক্রিকেটীয় পরিবার হিসেবে একে অন্যের সঙ্গে আলাপ করি। আমরা তাদের কাছ থেকে শিখি, তারাও আমাদের কাছ থেকে শেখে।’

আরও পড়ুন