গিলের রেকর্ড ভেঙে ভারতকে জেতালেন জয়সোয়াল

জয়সোয়ালের সেঞ্চুরি উদ্‌যাপনছবি : টুইটার

রেকর্ডটা গত আগস্টেই হতে পারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ‘যথেষ্ট রান না করায়’ হয়নি। প্রায় দুই মাস আগে লডারহিলে ক্যারিবীয়দের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ৩ ওভার ও ৯ উইকেটে হাতে রেখে ছুঁয়ে ফেলে ভারত। সেই ম্যাচে যশস্বী জয়সোয়াল অপরাজিত ছিলেন ৮৪ রানে।

টি-টোয়েন্টিতে জয়সোয়ালের সেঞ্চুরির অপেক্ষাটা অবশেষে ফুরাল। এশিয়ান গেমস ক্রিকেটে আজ তাঁর সেঞ্চুরিতেই নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ভারত।

৪৮ বলে ১০০ ছোঁয়া জয়সোয়াল পরের বলেই আউট হয়ে যান। তবে ফেরার আগে ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে সেঞ্চুরির রেকর্ড গড়েন, ভেঙে দেন শুবমান গিলের রেকর্ড।

আজ সেঞ্চুরির দিনে জয়সোয়ালের বয়স ২১ বছর ২৭৯ দিন। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৬ রানের ইনিংস খেলার সময় গিলের বয়স ছিল ২৩ বছর ১৪৬ দিন।

হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২০২ রান তুলেছিল রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত। নেপাল না পারলেও দারুণ লড়েছে। চারজনের পঁচিশোর্ধ্ব ইনিংসে ৯ উইকেট হারিয়ে করেছে ১৭৯ রান। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আবেশ খান ও রবি বিষ্ণই।

আরও পড়ুন

কোয়ার্টার ফাইনালে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচের জয়ী দলের সঙ্গে শুক্রবার সেমিফাইনালে লড়বে ভারত।

আন্তর্জাতিক আঙিনায় পা পড়ার অনেক আগেই থেকেই আলো ছড়িয়ে আসছেন জয়সোয়াল। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও তিনি হয়েছিলেন টুর্নামেন্টসেরা।

আইপিএলেও দ্রুততম ফিফটির রেকর্ড (১৩ বলে) তাঁর। অভিষেক টেস্টেও সেঞ্চুরি আছে। এবার তো আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দিনে গিলকেও ছাড়িয়ে গেলেন।

রেকর্ডের দিনে একটু হাস্যরসেরও জন্ম দিয়েছেন জয়সোয়াল। ৯৯ রানে থাকতেই ভেবেছিলেন তিন অঙ্ক ছুঁয়ে ফেলেছেন। তাই ব্যাট তুলে উদ্‌যাপন শুরু করেন। আসলে ৯৫ রানে থাকতে চার মেরেছিলেন তিনি, যেটিকে শুরুতে ছক্কা ভেবেছিলেন। কিন্তু পরক্ষণেই বুঝতে পেরে উদ্‌যাপন থামান।

সত্যি সত্যিই উদ্‌যাপন করতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। সোমপাল কামির ওই ওভারের পরের বলে সিঙ্গেল নিয়েই আবার আনন্দে ভাসেন জয়সোয়াল।