আমির এমন কী বোলিং করলেন, ওয়াকার ও রমিজ মুগ্ধ হলেন

পিএসএলে ১০ উইকেট নিয়েছেন আমিরএক্স/কোয়েটা

মোহাম্মদ আমির আলাদা কিছু করার চেষ্টা করেননি। নতুন বলেও উইকেটে সুইং পাচ্ছিলেন না, তাই একটা লেংথ ধরে বল করে গেছেন। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে প্রথম এলিমেনটরে করা সেই প্রথম ওভারে উইকেট পাননি, তবে দিয়েছেন মাত্র ২ রান। আমিরের করা এই প্রথম ওভারটি মনে ধরেছে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজার।

কিংবদন্তি ওয়াকার তো পাকিস্তানের আরেক বাঁহাতি ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে এই ওভারটি দেখতেও বলেছেন।

বোলার ভালো করলে ধারাভাষ্যকক্ষ থেকে প্রশংসা আসবে, এটাই স্বাভাবিক। তবে ওয়াকার ও রমিজ যে আমিরের প্রশংসা করলেন, এতে একটা বিশেষ ব্যাপার আছে। কারণ, পাকিস্তান ক্রিকেটে ওয়াকার ও রমিজের সবচেয়ে বড় সমালোচকদের একজন আমির। আমির অনেকবার মিডিয়ায় সরাসরি এই দুই ক্রিকেটারের সমালোচনা করেছেন। সেটা নিশ্চয়ই ওয়াকার ও রমিজ ভুলে যাননি।

সেদিন ওয়াকার আমিরের বোলিং প্রসঙ্গে বলেছেন, ‘আশা করছি শাহিন আফ্রিদি এটা দেখছে, কারণ, ওর এমনটাই বেশির ভাগ সময়ে করা উচিত। যদি শুরুর দিকে বল সুইং না করে, লেংথে হিট করো।’

আরও পড়ুন

রমিজ ধারাভাষ্যকক্ষ থেকে বলেছেন, ‘সত্যিই ভালো বোলিং করেছে। লেংথের দিকে লক্ষ করুন। ও একটা লেংথ বেছে নিয়েছে। সেখানেই বল করেছে, ব্যাটসম্যানকে সিদ্ধান্তহীনতায় ফেলেছে।’

ইসলামাবাদের বিপক্ষে সেই ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন আমির। যদিও ম্যাচ হেরে ছিটকে যায় তাঁর দল। পুরো টুর্নামেন্টে আমির ৯ ইনিংসে উইকেট নিয়েছেন ১০টি, ইকনোমি ৮.৪১।

আমির আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০২০ সালে। এরপরও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি মনে করেন, আমিরের পাকিস্তান দলে এখনো জায়গা আছে। স্থানীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘এখনো পাকিস্তান দলে আমির সহজে ঢুকতে পারবে। ও হারিস রউফ, নাসিম শাহ ও শাহিন আফ্রিদির ক্যাটাগরির। আমিরের পাকিস্তানের হয়ে খেলা উচিত।’

আরও পড়ুন