বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ডাচ অধিনায়ক, ‘কিছু ব্যাপার গোপন থাকুক’

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের ইডেন গার্ডেনের ম্যাচে রায়ান কুকই কি সবচেয়ে বড় শক্তির জায়গা? বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ নিশ্চয়ই নানা ধরনের তথ্য দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। কার শক্তির জায়গা কোনটা, দুর্বলতা কোথায়, তাঁদের মানসিকতা—সবই। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস অবশ্য অস্বীকার করেননি ব্যাপারটি। তবে এটিকে তিনি সেভাবে শক্তির জায়গা বলতে নারাজ।

আজ কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস রায়ান কুককে নেদারল্যান্ডস দলের ‘সুবিধা’ হিসেবেই বর্ণনা করলেন, ‘কুক দলের সঙ্গে থাকাটা অবশ্যই আমাদের জন্য খুব ভালো ব্যাপার। বিশেষ করে তিনি যেহেতু অনেক দিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি খেলোয়াড়কেই তিনি কাছ থেকে দেখেছেন। এমনকি ব্যক্তিগতভাবেও খেলোয়াড়দের নিয়ে কাজ করেছেন। তাদের সম্পর্কে তিনি খুব ভালো জানেন। তিনিও সেই অভিজ্ঞতাটা স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।’

এডওয়ার্ডস এরপর যোগ করেন, ‘রায়ান কুকের উপস্থিতিটাকে আমি অবশ্য দলের জন্য খুব বড় শক্তি মনে করি না। কারণ, তিনি বাংলাদেশ দল ছেড়ে দেওয়ার পর নতুন বেশ কিছু খেলোয়াড় ওদের দলে এসেছে। আমরা তাঁর কাছ থেকে পরামর্শ নিয়ে সে অনুযায়ী খেলতে চাই। কিন্তু সবচেয়ে বড় কথা, এ জন্য আমাদের সামর্থ্যের পুরোটা ঢেলে দিতে হবে।’

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস
ছবি : এএফপি

ভারতের স্পিনিং কন্ডিশনে নেদারল্যান্ডস কয়েকটি ম্যাচে অফ স্পিনার ব্যবহার করেছে পাওয়ারপ্লেতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটি তারা জিতেছে, সেটিতে অফ স্পিন পাওয়ারপ্লেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ইডেন গার্ডেনের উইকেট কিছুটা পেস বোলিং–সহায়ক বলা হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচে তাদের কৌশল কী হবে? এডওয়ার্ডস এ প্রশ্নের উত্তরে বলেছেন ‘গোপনীয়তা ভঙ্গ’ না করার ব্যাপারটিই, ‘প্রশ্নটা ভালো। আমরা কীভাবে কী করব। আমরা আগে ইডেনের উইকেট দেখব। এরপর সিদ্ধান্ত নিব। বাংলাদেশের ব্যাটসম্যানদের শক্তি–দুর্বলতা নিয়ে কাজ করব। এরপর বুঝব, তাদের বিপক্ষে ম্যাচ আপটা কী হবে। আমি মনে করি, কিছু জিনিস গোপন থাকাই ভালো।’

আরও পড়ুন