ওয়ানডেতে বাংলাদেশ-ভারত: নিকট অতীত তো বাংলাদেশের পক্ষে
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হচ্ছে আজ। দুবাইয়ে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। কাগজে-কলমে শক্তির ব্যবধানে পিছিয়ে থাকলেও দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে আশাবাদী হতেই পারে বাংলাদেশ।
সব মিলিয়ে ৩২-৮ ব্যবধানে পিছিয়ে থাকলেও সর্বশেষ পাঁচ ম্যাচের হিসাবে বাংলাদেশই ৩-২ ম্যাচে এগিয়ে। বাংলাদেশের তিন জয়ের দুটি ২০২২ সালের শেষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে। অন্যটি ২০২৩ শ্রীলঙ্কা এশিয়া কাপে।
ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে পরের ২-৩ ম্যাচেও আরেকটি জয়ের আশা করতেই পারেন। ২০০৪ ও ২০০৭ সালে তিন ম্যাচের মধ্যে দুবার ভারতকে হারায় বাংলাদেশ। ২০১৫ সালে মিরপুরে সিরিজে প্রথম দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। সর্বশেষ ৫ ম্যাচের ৩ জয়ের কথা তো বলাই হয়েছে। ব্যতিক্রম শুধু ২০১২ সালে এশিয়া কাপের জয়টি।
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাংলাদেশের ৯ উইকেটে হার, শুরুর দিকে ব্যাপারটা এমনই ছিল। ১৯৮৮ থেকে ১৯৯৭ পর্যন্ত দুই দলের প্রথম চার দেখাতেই বাংলাদেশ হারে ৯ উইকেটে। চারটি ম্যাচই এশিয়া কাপে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালে এই টুর্নামেন্টে দুই দলের একমাত্র ম্যাচটিতেও বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে।
টানা ১২ ম্যাচ হারার পর ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়টি আসে ২০০৪ সালে। ঢাকা স্টেডিয়ামে সেই ম্যাচটি ছিল আবার বাংলাদেশের শততম ওয়ানডে।