ওয়ানডেতে বাংলাদেশ-ভারত: নিকট অতীত তো বাংলাদেশের পক্ষে

২০২৩ এশিয়া কাপে ভারতকে হারায় বাংলাদেশএএফপি
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হচ্ছে আজ। দুবাইয়ে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। কাগজে-কলমে শক্তির ব্যবধানে পিছিয়ে থাকলেও দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে আশাবাদী হতেই পারে বাংলাদেশ।
৩-২

সব মিলিয়ে ৩২-৮ ব্যবধানে পিছিয়ে থাকলেও সর্বশেষ পাঁচ ম্যাচের হিসাবে বাংলাদেশই ৩-২ ম্যাচে এগিয়ে। বাংলাদেশের তিন জয়ের দুটি ২০২২ সালের শেষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে। অন্যটি ২০২৩ শ্রীলঙ্কা এশিয়া কাপে।

ধারা

ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে পরের ২-৩ ম্যাচেও আরেকটি জয়ের আশা করতেই পারেন। ২০০৪ ও ২০০৭ সালে তিন ম্যাচের মধ্যে দুবার ভারতকে হারায় বাংলাদেশ। ২০১৫ সালে মিরপুরে সিরিজে প্রথম দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। সর্বশেষ ৫ ম্যাচের ৩ জয়ের কথা তো বলাই হয়েছে। ব্যতিক্রম শুধু ২০১২ সালে এশিয়া কাপের জয়টি।

আরও পড়ুন
নিয়ম

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাংলাদেশের ৯ উইকেটে হার, শুরুর দিকে ব্যাপারটা এমনই ছিল। ১৯৮৮ থেকে ১৯৯৭ পর্যন্ত দুই দলের প্রথম চার দেখাতেই বাংলাদেশ হারে ৯ উইকেটে। চারটি ম্যাচই এশিয়া কাপে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালে এই টুর্নামেন্টে দুই দলের একমাত্র ম্যাচটিতেও বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে।

২০০৪ সালে ওয়ানডেতে ভারতকে প্রথমবার হারানোর পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস
১০০তম ম্যাচে


টানা ১২ ম্যাচ হারার পর ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়টি আসে ২০০৪ সালে। ঢাকা স্টেডিয়ামে সেই ম্যাচটি ছিল আবার বাংলাদেশের শততম ওয়ানডে।