শেষ হচ্ছে সৌরভ-যুগ, নতুন বিসিসিআই সভাপতি হচ্ছেন রজার বিনি

রজার বিনি ও সৌরভ গাঙ্গুলীফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) সৌরভ-যুগ শেষ হতে চলেছে—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই। নতুন সভাপতি হিসেবে বর্তমান সচিব জয় শাহর নামটাই বেশি শোনা যাচ্ছিল বিসিসিআইয়ের সদর দপ্তর মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেটপাড়ার আকাশ-বাতাসে। তবে আজ সকাল পর্যন্ত ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় যা খবর, তাতে বড় চমকই হয়তো দেখা যাবে বোর্ডের মসনদে। জয় শাহ নন, বিসিসিআইয়ের সভাপতি হতে যাচ্ছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অলরাউন্ডার ও সর্বোচ্চ উইকেট শিকারি রজার বিনি।

রবি শাস্ত্রী ও বিরাট কোহলির সঙ্গে রজার বিনি
বিসিসিআই

আবারও চমকে দেওয়া কিছু না ঘটলে ১৮ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি রজার বিনি। আপাতত ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলোর যা খবর, জয় শাহ থেকে সচিব পদেই থেকে যাচ্ছেন আরও এক মেয়াদের জন্য। সহসভাপতি পদে থেকে যাচ্ছেন রাজীব শুক্লাও। বোর্ডের অন্যতম আকর্ষণীয় পদ আইপিএলের চেয়ারম্যান হিসেবে ব্রিজেশ প্যাটেলকে সরিয়ে দায়িত্ব নিতে যাচ্ছেন অরুণ ধুমাল।

যদি তা-ই হয়, তাহলে বিনি হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসা তৃতীয় টেস্ট ক্রিকেটার। বিনি-সৌরভ ছাড়াও বিসিসিআই সভাপতিদের মধ্যে ভারতের হয়ে টেস্ট খেলেছেন ভিজিয়ানাগ্রমের মহারাজকুমার, যিনি ‘ভিজি’ নামেই বেশি পরিচিত ছিলেন। ত্রিশের দশকে ভারতের হয়ে তিনটি টেস্ট খেলেছেন, অধিনায়কত্বও করেছেন।

শেষ পর্যন্ত সৌরভ সভাপতি পদে আবার প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। ১২ অক্টোবর বিসিসিআইয়ে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় বেশ কিছু পত্রিকা লিখেছে, সৌরভ নির্বাচন করবেন না
আরও পড়ুন

আইন মেনে সৌরভ-জয় শাহ আরও একবার বিসিসিআই সভাপতি হিসেবে থাকতে পারেন কি না, এ নিয়ে ভারতীয় ক্রিকেটে বিতর্ক চলছিল বেশ আগে থেকে। তবে গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, নির্বাচিত হলে দুজনেই আরও এক মেয়াদ থাকতে পারবেন, এতে কোনো আইনি বাধা নেই। তবে শেষ পর্যন্ত সৌরভ সভাপতি পদে আবার প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। ১২ অক্টোবর বিসিসিআইয়ে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় বেশ কিছু পত্রিকা লিখেছে, সৌরভ নির্বাচন করবেন না।

সে ক্ষেত্রে জয় শাহ সভাপতি হতে পারেন—এমন গুঞ্জনই ছিল। কিন্তু শোনা যাচ্ছে, ক্ষমতাসীন বিজেপি সরকার দেশটির বড় কোনো ক্রীড়া সংস্থায় আপাতত রাজনৈতিক ব্যক্তিত্ব রাখতে চায় না। যেহেতু জয় শাহ বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে এবং রাজনৈতিকভাবেও সক্রিয়, অনেক হিসাব-নিকাশ করে তাঁকে সভাপতি পদে না দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

সৌরভ ও অরুণ ধুমাল
বিসিসিআই

রজার বিনি বিসিসিআই সভাপতি হলে ভারতের বড় তিনটি খেলা—ক্রিকেট, ফুটবল ও হকির প্রশাসনের শীর্ষ পদেই থাকবেন সেই খেলার সাবেক খেলোয়াড়। কয়েক দিন আগে সর্বভারতীয় ফুটবল সংস্থার নির্বাচনে জিতে সভাপতি হয়েছেন সাবেক ভারতীয় ফুটবলার কল্যাণ চৌবে। সম্প্রতি হকি ইন্ডিয়ারও সভাপতি হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক দিলীপ তিরকে।