আইসিসির মাসসেরা হ্যারি ব্রুক ও গার্ডনার

পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্টে সেঞ্চুরি করেছিলেন হ্যারি ব্রুকএএফপি

আইসিসির ডিসেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়ের পথে দুর্দান্ত পারফরম্যান্সে এই স্বীকৃতি পেলেন ব্রুক। পেছনে ফেলেছেন বাবর আজম ও ট্রাভিস হেডকে।

নারীদের মধ্যে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি সিরিজ জয়ে অবদান রাখায় পুরস্কারটি পেলেন এই অলরাউন্ডার। সংবাদমাধ্যমের প্রতিনিধি, আইসিসি হল অব ফেমের সদস্যরা, সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় এবং আইসিসি ডটকমে নিবন্ধিত সমর্থকদের ভোটে এই স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুন

পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়ে রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন ব্রুক। ৩–০ ব্যবধানে ইংলিশদের জয়ের পথে তিন ম্যাচেই সেঞ্চুরি করেন ব্রুক। ৩ ম্যাচে ৯৩.৬০ গড়ে তাঁর রান ছিল ৪৬৮। ৩টি সেঞ্চুরির পাশাপাশি আছে ১টি ফিফটিও।

রাওয়ালপিন্ডিতে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস দিয়ে সিরিজ শুরু করেন ব্রুক। সেই ম্যাচে ১৯টি চারের পাশাপাশি মারেন ৫টি ছক্কাও। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে আসে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস। মাসের শুরুতে এই ইনিংস দুটি দিয়েই শুরু করেন পথচলা; ধরে রেখেছিলেন পরের দুটি ম্যাচেও। যা তাঁর হাতে তুলে দিয়েছে মাসসেরার পুরস্কার।

নারীদের মাসসেরা খেলোয়াড় অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার
ছবি: বিসিসিআই

মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় ব্রুক বলেছেন, ‘আইসিসির ডিসেম্বরের মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা সম্মানের ব্যাপার ছিল। ৩–০ ব্যবধানে পাকিস্তানের টেস্ট সিরিজ জেতা দারুণ অর্জন। আর নিজের প্রথম টেস্ট সফরে ব্যাট হাতে ইংল্যান্ডকে সহায়তা করতে পারাও আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার।’

আরও পড়ুন

অন্যদিকে গার্ডনার বছরজুড়েই মুগ্ধতা ছড়িয়েছেন। তাঁর শেষটাও হয়েছে চমৎকার। ভারতের বিপক্ষে সিরিজ জেতার পথে ১৬৬.৬৬ গড়ে করেছেন ১১৫ রান। বল হাতেও ৭ উইকেট নিয়েছেন। গার্ডনার বলেছেন, ‘ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়ে আমি সম্মানিত।’