পানশালা–কাণ্ডের পর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরছেন ম্যাক্সওয়েল

গত নভেম্বরে ভারতে বিশ্বকাপ জিতেছেন ম্যাক্সওয়েলআইসিসি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ। পানশালা-কাণ্ডের পর ওয়ানডে সিরিজে না থাকা গ্লেন ম্যাক্সওয়েল ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও আরেক পেসার মিচেল স্টার্ককে বিশ্রামে দেওয়া হয়েছে। নেই স্টিভ স্মিথও।

অ্যালকোহল-সংশ্লিষ্ট ঘটনায় গ্লেন ম্যাক্সওয়েল গত শুক্রবার অ্যাডিলেডে এক হাসপাতালে ভর্তি হন। একটি পানশালায় রক ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’-এর গান শুনতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল।

সেখানে একপর্যায়ে মঞ্চের পেছনে গিয়ে বন্ধুদের সঙ্গে অ্যালকোহল পান করেন ম্যাক্সওয়েল। এরপর অস্ট্রেলীয় তারকা জ্ঞান হারান। কী কারণে, সেটি অবশ্য এখনো জানা যায়নি। বন্ধুরা জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরই অ্যাম্বুলেন্স ডাকেন। হাসপাতালে যাওয়ার পথে জ্ঞান ফেরে তাঁর। এরপর তাঁকে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রামে রাখা হয়। তবে বিশ্রাম বেশি দিন দীর্ঘ হচ্ছে না।

আরও পড়ুন

আসছে জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবে, সেটা এখনো ঘোষণা করা হয়নি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্সেরই বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশি।

অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ
এএফপি

নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে আছেন মার্শ ও ম্যাথু ওয়েডও। এর আগে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। মার্শের অবর্তমানে সর্বশেষ ভারত সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন ওয়েড।

চাপ কমানোর অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে কামিন্স ও স্টার্ককে বিশ্রাম দেওয়া হয়েছে। তারা নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে পারেন। সেই সিরিজে ফিরতে পারেন স্মিথও। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি মোট ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), শট অ্যাবট, জেসন বেরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা