আয়ারল্যান্ড সিরিজে নতুন মুখ মৃত্যুঞ্জয়, নেই তাসকিন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়েছে মৃত্যুঞ্জয়কেফাইল ছবি

আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। দলে নেই পেসার তাসকিন আহমেদ। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তাসকিন। সে সময় প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি, এমন জানানো হয়েছিল।

সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে তাসকিন ছাড়াও এবার নেই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মৃত্যুঞ্জয় ছাড়াও দলে এসেছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার লিগে গত মৌসুমের মতো এবারও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন মৃত্যুঞ্জয়। এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনি ৯ উইকেট নিয়েছেন ২৭.৮৮ গড়ে, সেরা বোলিং ৩১ রানে ৩ উইকেট। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ জয়ী বিশ্বকাপ দলে প্রাথমিকভাবে থাকলেও চোটের কারণে আগেভাগেই দেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে। এর আগের বিপিএলটা দারুণ কাটলেও সর্বশেষ মৌসুমে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি ২১ বছর বয়সী।

আরেকটি সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের
ছবি: শামসুল হক

অন্যদিকে শরীফুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালের আগস্টে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলের পর টেস্টেও ফিরেছিলেন। এবার ওয়ানডেতেও ফিরলেন এ সংস্করণে ১৪টি ম্যাচ খেলা এ বাঁহাতি পেসার।

আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে ১৪ জনের দল থাকলেও এবার ঘোষণা করা হয়েছে ১৫ জনের দল। তাসকিনের জায়গায় শরীফুল ও মৃত্যুঞ্জয়কে নেওয়া হলেও তাইজুল ইসলামের দলে ফেরা নাসুম আহমেদের জায়গাতেই। ওয়ানডেতে নাসুম নাকি তাইজুল—নির্বাচকেরা যেন এখনো ঠিক করে উঠতে পারেননি। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে নাসুম থাকলেও এবার ফেরানো হলো সর্বশেষ ইংল্যান্ড সিরিজে খেলা তাইজুল ইসলামকে।

আরও পড়ুন

আয়ারল্যান্ড সিরিজে সাকিব আল হাসান ও লিটন দাসের সঙ্গে মোস্তাফিজুর রহমানের থাকাও উল্লেখযোগ্য। আইপিএলে ছিলেন বলে সাকিব এ সিরিজে খেলবেন কি না, সেটি নিয়ে আলোচনা ছিল। যদিও আইপিএলের এ মৌসুম থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। লিটন কলকাতা নাইট রাইডার্সের হয়ে থাকছেন এ সিরিজের আগপর্যন্ত। আইপিএলে থাকা মোস্তাফিজকেও তাই ছেড়ে আসতে হবে দিল্লি ক্যাপিটালস।

দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে ২ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৭ ও ৭ রান করা ইয়াসির আলী দলে জায়গা ধরে রেখেছেন। রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা রনি তালুকদারকেও। তবে তাঁকে মূলত ব্যাকআপ ওপেনার হিসেবেই চিন্তা করার কথা।

আরও পড়ুন

এদিকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘ওখানকার কন্ডিশন কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সেটা চিন্তা করে ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে কন্ডিশন অনুযায়ীই দল গঠন করা হয়েছে।’

দলে ফেরানো হলো তাইজুলকে
ছবি: শামসুল হক

এ সিরিজও বিশ্বকাপ সামনে রেখে ‘পুল’-এ থাকা খেলোয়াড়দের বাজিয়ে দেখার প্রক্রিয়া, এমন বলেছেন মিনহাজুল, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। আশা করি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’

আগামী ৯ মে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের মাঠ চেমসফোর্ডে বিশ্বকাপ সুপার লিগের অংশ সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ ১২ ও ১৫ মে।

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।