তামিলনাড়ু যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম, মাহমুদউল্লাহরা

মাহমুদউল্লাহ ও তামিম ইকবালফাইল ছবি: প্রথম আলো

একদিকে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ, অন্যদিকে জাতীয় ক্রিকেট লিগ। এ দুইয়ের মাঝখানে আছে ‘এ’ দলের মোড়কে বিসিবি একাদশের তামিলনাড়ু সফর। তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে এ সফরে খেলার প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি তাঁরা।

তামিম ও মুশফিক এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, বিশ্বকাপের দলে রাখা হয়নি মাহমুদউল্লাহকেও। তামিম ও মুশফিকের আগ্রহ জাতীয় লিগের দিকেই, তবে মাহমুদউল্লাহ আপাতত এ সংস্করণে খেলতে চান না।

১০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা জাতীয় ক্রিকেট লিগ। এর আগের দিনই দুটি চার দিন ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে চেন্নাই পৌঁছে যাওয়ার কথা বিসিবি একাদশের। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে এ দলে আছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, এনামুল হকরা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন
ছবি: প্রথম আলো

এ সফরে খেলতে তামিমদের প্রস্তাব দেওয়া হয়েছিল, বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘আমরা অন্য জাতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদেরও প্রস্তাব দিয়েছিলাম। তামিম ও মুশফিক জাতীয় লিগে খেলবে, মাহমুদউল্লাহ কোথাও খেলতে আগ্রহী নন।’

তামিম ও মুশফিক এখনো টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও মাহমুদউল্লাহ এ সংস্করণ থেকে অবসর নিয়েছেন। অবশ্য তামিলনাড়ুর সফরে দীর্ঘ সংস্করণের সঙ্গে আছে সীমিত ওভারের সিরিজও। নির্বাচকদের ধারণা ছিল, এ সময়ের ফাঁকে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে আগ্রহী হতে পারেন মাহমুদউল্লাহ।

১২ অক্টোবর তামিলনাড়ু একাদশের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলতে নামবে বিসিবি একাদশ, দীর্ঘ সংস্করণে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৯ অক্টোবর। এরপর তিনটি এক দিনের ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। সব কটি ম্যাচই হবে এম চিদাম্বরম স্টেডিয়ামে।

প্রাথমিকভাবে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ। তবে আর্থিক কারণে আফগান ক্রিকেট বোর্ড এ সিরিজ আয়োজনে রাজি হয়নি। আরব আমিরাতে দলের সঙ্গে থাকার কথা ছিল জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও। ভারতে থাকছেন না তিনিও।